বাংলাদেশ ম্যাচের আগে দুবের সঙ্গে কী নিয়ে রোহিতের দীর্ঘ আলাপ

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২৪, ১৬:৫৭
শেয়ার :
বাংলাদেশ ম্যাচের আগে দুবের সঙ্গে কী নিয়ে রোহিতের দীর্ঘ আলাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের দিন বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলতে নামবে ভারত। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আগামী ৫ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এই মাঠেই খেলবে ২০০৭ সালের চ্যাম্পিয়নরা। ম্যাচের আগে শেষবারের মতো অনুশীলন করেছে ভারত। এখনো দলের সঙ্গে যোগ দেননি বিরাট কোহলি। তবে অনুশীলনের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভারতের রিজার্ভ দলে থাকা রিংকু সিংয়ের ব্যাটিং ও অলরাউন্ডার শিভাম দুবের সঙ্গে অধিনায়ক রোহিতের দীর্ঘ আলাপ। 

শুক্রবার সকালে (বাংলাদেশ সময়) দীর্ঘ ৩ ঘণ্টা অনুশীলন করেছে ভারত। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে একমাত্র কোহলিই এই অনুশীলনে অনুপস্থিত ছিলেন। ভারত এদিন প্রথমে ফিল্ডিং অনুশীলন করে। বিশেষ করে ক্যাচিং নিয়ে তাদের ছিল আলাদা নজর। 

ফিল্ডিংয়ের পর নেট ব্যাটিংয়ে মনোযোগী হয় ভারত দল। দীর্ঘক্ষণ অনুশীলন করেন সূর্যকুমার যাদব। এরপর নেটে আসেন রোহিত। মুখোমুখি হন খলিল আহমেদ, দুবে, কুলদীপ যাদব, আভেশ খান ও রবীন্দ্র জাদেজার মতো বোলারদের। স্পিনারদের বিপক্ষে রিভার্স সুইপের অনুশীনও করেন ভারত অধিনায়ক। 

ব্যাটিংয়ের পর দীর্ঘক্ষণ দুবের সঙ্গে আলোচনা করেন রোহিত। ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমসের’ প্রতিবেদন অনুযায়ী, কোন লেন্থে বল করতে হবে সেটিই দুবেকে দেখাচ্ছিলেন রোহিত। যেহেতু এটি ড্রপ-ইন পিচ (বাইরে তৈরি করা উইকেট, খেলার জন্য স্টেডিয়ামের ভেতরে নিয়ে আসা) তাই এখানে ব্যাটাররা কোন লেন্থে কোন ধরনের শট খেলতে পারে সেটিই বোঝাচ্ছিলেন। 

ভারত দলে দুবেকে অন্তর্ভুক্ত করা হয়েছে অলরাউন্ডার হিসেবে। যদিও আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খুব একটা বল করতে দেখা যায়নি তাকে। বেশিরভাগ ম্যাচেই ব্যাটিং ইমপ্যাক্ট হিসেবে দলে ঢুকেছেন তিনি। গত জানুয়ারিতে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে খেলার পর চেন্নাইয়ের হয়ে ১ ওভারই বল করেছেন দীর্ঘদেহী এই পেসার। 

এদিকে, অনুশীলনে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে বাঁহাতি ব্যাটার রিংকুকে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যেহেতু দলের সঙ্গে এখনো কোহলি যোগ দেননি এবং বাংলাদেশের বিপক্ষে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে, সেই ক্ষেত্রে ব্যাটিংয়ে পাঠানো হতে পারে রিজার্ভে থাকা রিংকুকে।