বিশ্বকাপে রান-উইকেটে শীর্ষে থাকতে পারেন কারা, জানালেন পন্টিং

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৪, ২১:৪২
শেয়ার :
বিশ্বকাপে রান-উইকেটে শীর্ষে থাকতে পারেন কারা, জানালেন পন্টিং

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে চার-ছক্কার এই আসর। টি-টোয়েন্টি এমন একটি খেলা, যেখানে একাই ম্যাচ বের করে আনতে পারেন কোনো ব্যাটার কিংবা বোলার। আসন্ন টুর্নামেন্টেও এমন কিছু ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। ব্যাটে-বলে এমন ঝলক কারা দেখাতে পারেন, সেই ব্যাপারে একটি ইঙ্গিত দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার রিকি পন্টিং।

আইসিসি রিভিউকে দেওয়া এক সাক্ষাৎকারে পন্টিং জানান, উইকেট সংগ্রহে ভারতের জাসপ্রিত বুমরাহ ও রান সংগ্রহে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এগিয়ে থাকতে পারেন। 

পন্টিংয়ের ভাষ্য, ‘আমার মতে, টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী হবে জাসপ্রিত বুমরাহ। কয়েক বছর ধরেই দুর্দান্ত পারফর্ম করে দলের হয়ে অবদান রাখছেন তিনি। আইপিএলে দারুণ একটি মৌসুম কাটিয়ে গেছে। সে নতুন বলে কী করতে পারে! নতুন বলে সুইং আদায় করতে পারে, তার বলে গতি আছে। আইপিএলে শেষ পর্যন্ত তার ইকোনমি রেট ওভারে সাত রানেরও কম ছিল। সে উইকেট নেয়। সে কঠিন ওভারে অনেক বল করেছে। টি-টোয়েন্টিতে যখন আপনি কঠিন সময়ে বল করবেন, এটি আপনাকে একই সঙ্গে অনেক উইকেট আদায়েরও সুযোগ করে দেবে। তাই আমি তার হয়েই বাজি ধরছি।’

---ট্রাভিস হেড ও জাসপ্রিত বুমরাহ। ছবি: সংগৃহীত

ব্যাটিংয়ে পন্টিংয়ের বাজি স্বদেশি ওপেনার হেড। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ফাইনাল খেলে গেছেন এই তারকা। ওপেনিংয়ে বিধ্বংসী শুরু এনে দিতে জুড়ি নেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের নায়ক হেডের। 

পন্টিং বলেন, ‘সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে আমার ভবিষ্যদ্বাণী ট্রাভিস হেডের পক্ষে যাবে। বিগত কয়েক বছর ধরে সে লাল বল বা সাদা বলে যা করেছে আমার কাছে মনে হয় সেটা সর্বোচ্চ পর্যায়ের কাজ। আমার মনে হয় সে এই মুহূর্তে ভয়ডরহীন ক্রিকেট খেলছে।’

আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দ্বিতীয় দিন পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে আরেক স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজ। এবারের বিশ্বকাপেই সর্বোচ্চ ২০টি দল অংশগ্রহণ করছে।