দায়িত্বে থাকলে যে ক্রিকেটারকে দলের কাছেই ঘেষতে দিতেন না আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৪, ১৯:৫২
শেয়ার :
দায়িত্বে থাকলে যে ক্রিকেটারকে দলের কাছেই ঘেষতে দিতেন না আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে সবার শেষে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। ১৫ সদস্যের সেই স্কোয়াডে সুযোগ মিলেছে উইকেটকিপার ব্যাটার আজম খানের। অতিরিক্ত ওজনের কারণে বেশ সমালোচিত পাকিস্তানের সাবেক ক্রিকেটার মঈন খানের এই পুত্র। তবে দায়িত্বে থাকলে আজমকে দলের কাছে ঘেষতেই দিতেন না আফ্রিদি। 

আফ্রিদি বলেন, ‘ফিটনেস প্রধান বিষয়। যদি আপনির ফিট হন, মাঠে আপনার শরীরী ভাষাতেই ফুটে উঠবে সেটি, সেটি ব্যাটিং হোক কিংবা বোলিং বা ফিল্ডিং। ফিটনেস নিয়ে কোনো আপস করতে পারেন না আপনি।’

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আজম খানের ফিটনেসের সমালোচনা করে বলেন, ‘ফিটনেসের কথা উঠলে আমি কখনোই আজম খানকে দলের কাছে ঘেষতে দেব না। আমি তার প্রশংসাও করি, সে শক্তিশালী এবং সুগঠিত, সে দারুণ হাঁকায়। ওয়েস্ট ইন্ডিজে ভালো ইনিংস খেলেছে সে।’

আগামী ২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের আয়োজনে শুরু হচ্ছে বিশ্বকাপ। উইকেটকিপিং বিবেচনায় নিলে ক্যারিবিয়ান মাটিতে আজম খানের পারফর্ম করা কঠিন হবে বলেও মনে করেন আফ্রিদি, ‘(কিপিংয়ের সময়) ইংল্যান্ডে বল হাতে চলে আসে। কিন্তু যখন তারা ওয়েস্ট ইন্ডিজে যাবে, সেখানে বল এত হাতে আসবে না, নিচু হয়ে আসবে।’

---আজম খান। ছবি: সংগৃহীত

আফ্রিদি আরও বলেন, ‘আমি আশা করবো, তাকে ভুগতে হবে না। তবে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে স্পিনারদের বিরুদ্ধে এই ফিটনেস নিয়ে তার কিপিং নিয়ে চিন্তিত আমি। কারণ, সেখানে বল নিচু হয়ে আসে এবং আপনার শরীরকেও নিচু করতে হবে।’

বিশ্বকাপে পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান (উইকেটকিপার), ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি ও উসমান খান।