মোহামেডানের রানার্সআপ ট্রফি জয়ের আনন্দ

ক্রীড়া প্রতিবেদক
২৯ মে ২০২৪, ২০:২২
শেয়ার :
মোহামেডানের রানার্সআপ ট্রফি জয়ের আনন্দ

শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২৩-২০২৪ মৌসুমের আসর। এই আসরে টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। আজ লিগের শেষ দিনটিও জয়ে রাঙাল শিরোপাজয়ী দলটি। তারা ৩-১ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্রকে। এ জয়ে লিগে মোট ১৮ ম্যাচ খেলে সর্বোচ্চ ৪৫ পয়েন্ট অর্জন করেছে কিংস। লিগে শেষ দিনে নিষ্পত্তি হয়েছে রানার্সআপ ট্রফি। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে ২-১ গোলে হারিয়ে লিগের রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে মোহামেডান ক্লাব। 

এবারের মৌসুমে দুর্দান্ত খেলা মোহামেডান ১৮ ম্যাচ খেলে ৯টি জয়ে ৩৫ পয়েন্ট অর্জন করেছে। অন্যদিকে, ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট অর্জন করে তৃতীয় হয়ে লিগ শেষ করল আবাহনী। লিগের শেষ দিনে অপর তিন ম্যাচে যথাক্রমে রহমতগঞ্জ ২-০ গোলে শেখ জামালকে, ফর্টিস ৩-১ গোলে চট্টগ্রাম আবাহনীকে এবং বাংলদেশ পুলিশ ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আরিফের জোড়া গোলে ঢাকা আবাহনীকে হারিয়ে লিগের রানার্সআপ হয়েছে মোহামেডান। খেলার ১১ মিনিটে আবাহনীর বক্সে ডান প্রান্তে বল বাড়িয়ে দেন ইমানুয়েল। বলে পা ছোঁয়াতে পারলেই গোল হতো। কিন্তু এমন সহজ সুযোগ হাতছাড়া করেছেন মোহামেডানের মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। এর কয়েক মিনিট পরই এগিয়ে যায় আবাহনী। ১৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে জামাল ভূঁইয়ার কর্নারে বক্সে বল পেয়ে গোল করেন আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্রুনো গঞ্জালভেজ (১-০)। 

গোল হজমের পর তা শোধে মরিয়া হয়ে ওঠে মোহামেডান। সফলও হয় তারা। ২৯ মিনিটে ম্যাচে সমতায় ফেরে সাদা-কালো জার্সিধারীরা। ডান প্রান্ত থেকে ইমানুয়েলের মাথায় বল লেগে জালে না জড়ালেও শেষ পেরেকটি ঠিকই ঠুকে দেন আরিফ (১-১)। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সুযোগ পেয়েও গোল করতে পারেননি মোজাফফরভ। ৫৪ মিনিটে বাঁ প্রান্ত থেকে ব্রুনো রেকারের ফ্রি কিক ফিরিয়ে দেন মোহামেডানের গোলরক্ষক। তবে বল বিপদমুক্ত করতে গিয়ে আঘাত পান তিনি। এরপর আবাহনী কয়েকটি সুযোগ তৈরি করলেও সফল হয়নি। কর্নেলিয়াস স্টুয়ার্টের শট বারে লেগে ফিরে আসে। ৭২ মিনিটে ডানপ্রান্ত থেকে মোজাফফরভের ফ্রি কিক আবাহনীর রক্ষণ দেয়াল টপকালেও বল সরাসরি গ্রিপ করেন গোলরক্ষক। ৮৫ মিনিটে সুলেমান দিয়াবাতে একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। তবে ৯০ মিনিটে বক্স থেকে বল জালে জড়িয়ে দেন আরিফ। এই গোলেই জয় নিশ্চিত হয় মোহামেডানের।

অপরদিকে, বসুন্ধরার কিংস অ্যারেনায় শেখ রাসেল ক্রীড়াচক্রকে হারাতে তেমন বেশি বেগ পেতে হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। তবে খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল শেখ রাসেল। অবশ্য দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৩টি গোল করে কিংস। ১৩ মিনিটে সার্বিয়ান ফরোয়ার্ড বালভানোভিচের গোলে এগিয়ে যায় শেখ রাসেল (১-০)। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতায় ফেরে কোচ অস্কার ব্রুজেনের দল। সমতাসূচক গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েইরা (১-১)। ৭৬ মিনিটে স্কোর লাইন ২-১ করেন কিংসের ফরোয়ার্ড রাকিব হোসেন (২-১)। এরপর কিংসের হয়ে তৃতীয়টি করেন শেখ মোরসালিন (৩-১)। 

অন্যদিকে, রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকেও সহজে হারায় ফর্টিস এফসি। ৪৫ মিনিটে উজবেক ডিফেন্ডার যশোর জুমায়েভের পাসে গোল করে ফর্টিসকে এগিয়ে দেন গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর সার (১-০)। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে প্রথমার্ধ এগিয়ে থেকেই বিশ্রামে যায় ফর্টিস। ৫৮ মিনিটে মিডফিল্ডার মোহাম্মদ সোহানুর রহমান গোল করে বন্দরনগরীর দলটিকে সমতায় ফেরান (১-১)। ৭১ মিনিটে ইউক্রেনের মিডফিল্ডার ভ্যালেরির গোলে আবারও এগিয়ে যায় ফর্টিস (২-১)। ৮২ মিনিটে সবুজ হোসেনের গোলে ৩-১ গোলে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় পায় ফর্টিস। 

এদিকে, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ব্রাদার্সের বিপক্ষে সহজ জয় পেয়েছে পুলিশ ক্লাব। খেলার ৩২ মিনিটে পালাসিওসের জোগান দেয়া বলে লক্ষ্যভেদ করে পুলিশ ফুটবল ক্লাবকে এগিয়ে দেন উজবেকিস্তানের ডিফেন্ডার আজামত আব্দুল্লায়েভ (১-০)। প্রথমার্ধে গোলটি শোধ করতে পারেনি ব্রাদার্স। ৪৮ মিনিটে ফরোয়ার্ড দ্বীন ইসলামের গোলে ব্যবধান দ্বিগুণ করে পুলিশ (২-০)। 

অন্য ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। ৫০ মিনিটে ঘানাইয়ান ফরোয়ার্ড আর্নেস্ট বুয়েটাংয়ের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ (১-০)। ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন স্যামুয়েল কনি (২-০)।