বার্সার নতুন কোচ ফ্লিক
আশানরূপ পারফরম্যান্স দেখাতে না পারায় মৌসুম শেষ হওয়ার আগেই বার্সেলোনার প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছিল জাভি হার্নান্দেজকে। সেই পদে যে হ্যান্সি ফ্লিক আসছেন, সেই গুঞ্জন আগে থেকেই ছিল। এরই মধ্যে বার্সার সঙ্গে চুক্তি করে ফেলেছেন তিনি। জার্মানি ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ ফ্লিকের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে কাতালান ক্লাবটি।
ইউরোপীয় ফুটবলের দলবদলে বিশ্বস্ত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন বার্সার সঙ্গে ফ্লিকের চুক্তির তথ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা ও ফ্লিকের জার্সি বিনিময়ের একটি ছবি দিয়ে ক্যাপশনে রোমানো লেখেন, ‘বার্সেলোনার নতুন ম্যানেজার হিসেবে চুক্তি সেরে ফেলেছেন ফ্লিক।’
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনার সঙ্গে চুক্তি করতে গতকাল মঙ্গলবার কাতালান শহরে গেছেন জার্মান কোচ ফ্লিক। তার একদিন পরই এল চুক্তি সেরে ফেলার তথ্য।
বেশ কিছুদিন চাকরি ছাড়া ছিলেন ফ্লিক। ২০২৩ সালের সেপ্টেম্বরে তাকে কোচের পদ থেকে বরখাস্ত করে জার্মানি। ২০২১ সালে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে ২০২২ সালে জার্মানি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বাদ পড়ার পর নড়বড়ে হয়ে পড়ে ফ্লিকের পদ। এর আগে বায়ার্নকে ২০১৯-২০ মৌসুমে ট্রেবল (বুন্ডেসলিগা, জার্মান কাপ, চ্যাম্পিয়ন্স লিগ) জিতিয়েছিলেন ফ্লিক।
এর আগে গত শুক্রবার এক আনুষ্ঠানিক ঘোষণায় জাভিকে বরখাস্ত করা হয়। যদিও এর আগে একবার জাভি যেতে চাইলেও তাকে অনুরোধ করে রাখা হয়। সদ্য সমাপ্ত মৌসুমে লা লিগায় রিয়ালের থেকে বেশ পিছিয়ে থেকে মৌসুম শেষ করেছে জাভির বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগেও খুব একটা সুবিধা করতে পারেনি কাতালানরা।