সেমিফাইনালে সম্ভাব্য ৪ দলের নাম জানালেন লারা, গাভাস্কার, হেইডেনরা
টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) থেকে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে ২০ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে চার-ছক্কার এই আসর। ৪টি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতি গ্রুপের ৫ দলের মধ্যে ২টি উঠবে সুপার এইটে। সেখান থেকে সেরা ৪ দল খেলবে সেমিফাইনাল।
টুর্নামেন্ট উপলক্ষে অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে নানা ভবিষ্যদ্বাণীও। কোন দলের শিরোপা জেতার সম্ভাবনা বেশি, কারা খেলবে সেমিফাইনাল; সেগুলো নিয়ে নিজেদের ভাবনা জানাচ্ছেন ক্রিকেটের সাবেক তারকারা। কারা সেমিফাইনালে খেলতে পারে সেই ভাবনা জানিয়েছেন ব্রায়ান লারা, ম্যাথু হেইডেন ও সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি ক্রিকেটাররা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ক্রিকেটের এসব কিংবদন্তিদের সম্ভাব্য সেমিফাইনালের এক তালিকা প্রকাশ করেছে।
সাবেক ক্রিকেটারদের চোখে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট
ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ): ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান
ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া): অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা
সুনীল গাভাস্কার (ভারত): ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ
পল কলিংউড (ইংল্যান্ড): ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ভারত
আম্বাতি রায়ডু (ভারত): ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা
ক্রিস মরিস (দক্ষিণ আফ্রিকা): ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, অস্ট্রেলিয়া
অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া): ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ
মোহাম্মদ কাইফ (ভারত): ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড
টম মুডি (অস্ট্রেলিয়া): অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড
এস. শ্রীশান্ত (ভারত): ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড
আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দ্বিতীয় দিন পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে আরেক স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজ। এবারের বিশ্বকাপেই সর্বোচ্চ ২০টি দল অংশগ্রহণ করছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪ গ্রুপ
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র
গ্রুপ বি: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান
গ্রুপ সি: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি
গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল