ফ্রেঞ্চ ওপেন /

দ্বিতীয় রাউন্ডে মেদভেদেভ-সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৪, ১০:৪২
শেয়ার :
দ্বিতীয় রাউন্ডে মেদভেদেভ-সাবালেঙ্কা

ফ্রেঞ্চ ওপেনে পুরুষ বাছাইদের মধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ক্যাসপার রুড, দানিল মেদভেদেভরা। আর নারী এককে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন অ্যারিনা সাবালেঙ্কা ও এলিনা রিবাকিনা।

সপ্তম বাছাই রুড প্রথম রাউন্ডে সহজ জয় পান। ব্রাজিলের ফেলিপে অ্যালভেসকে তিনি ৬-৩, ৬-৪, ৬-৩ ব্যবধানে হারিয়েছেন। তবে পঞ্চম বাছাই মেদভেদেভকে অবশ্য লড়াই করে দ্বিতীয় রাউন্ডে উঠতে হল। জার্মানির ডমিনিক কোয়েফারের বিপক্ষে রুশ খেলোয়াড়কে লড়াই করতে হল চার সেট। শেষ পর্যন্ত বিশ্বের প্রাক্তন এক নম্বর মেদভেদেভ জয় পেলেন ৬-৩, ৬-৪, ৫-৭, ৬-৩ ব্যবধানে।

নারী বিভাগে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা। তিনি ৬-১, ৬-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন এরিকা আন্দ্রিভাকে। প্রথম রাউন্ডে সহজ জয় পেয়েছেন রিবাকিনা। তিনি ৬-২, ৬-৩ ব্যবধানে হারিয়েছেন গ্রিট মিনেনকে। দ্বিতীয় রাউন্ডে উঠেছেন অন্য বাছাই খেলোয়াড়েরাও।