ফ্রেঞ্চ ওপেন /
প্রথম রাউন্ডেই নাদালের বিদায়
দীর্ঘ ১১ বছর পর গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার লজ্জা পেলেন রাফায়েল নাদাল। সেটাও নিজের ‘দুর্গ’ ফ্রেঞ্চ ওপেনে! আজ রোঁলা গারোর লাল দুর্গে পুরুষদের প্রথম রাউন্ডে আলেক্সান্দার জভেরেভের কাছে ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমের হারে বিদায় নিয়েছেন নাদাল।
এই টুর্নামেন্টের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন নাদাল আসরটিতে মোট ১১৬ ম্যাচে আজ চতুর্থ হার দেখলেন। তবে ইনজুরির সঙ্গে লড়াই করতে থাকা ২২ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী নিজেই নিজের ক্যারিয়ারের শেষ দেখে ফেললেও অবাক হওয়ার কিছু নেই।
স্প্যানিশ কিংবদন্তি কোমর ও মাংসপেশির চোটে ২০২৩ সালের জানুয়ারি থেকে ফ্রেঞ্চ ওপেনের আগ পর্যন্ত মাত্র চারটি টুর্নামেন্টে খেলেছেন। র্যাঙ্কিংয়ে ২৭৬তম অবস্থানে থেকে অবাছাই হিসেবে ড্রয়ে প্রথম রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন চতুর্থ বাছাই জভেরেভকে। যেখানে প্রথম দুই সেট হেরে যাওয়ার পর তৃতীয় সেটে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। ব্রেক পয়েন্টে নিজের সার্ভিসেই ফিরতি শটে বল কোর্টের বাইরে মারায় হার নিশ্চিত হয় নাদালের।
গুঞ্জন চলছে, ফ্রেঞ্চ ওপেনে এটাই হয়তো নাদালের শেষ শট। চোটের কারণে গত বছর ফ্রেঞ্চ ওপেনে খেলতে না পারার পর নাদাল জানিয়েছিলেন, ২০২৪ সালের টুর্নামেন্টটাই হয়তো তার শেষ ফ্রেঞ্চ ওপেন হবে।