জয় দিয়ে বার্সা অধ্যায় শেষ করলেন জাভি
লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। ফলে এ মৌসুমে কোনো শিরোপা না জিতলেও জয় দিয়েই বার্সা অধ্যায় শেষ করলেন কোচ জাভি। গত শুক্রবার ক্লাবের সাবেক এই মিডফিল্ডারকে কোচের পদ থেকে বরখাস্ত করে বার্সেলোনা।
রবিবার রাতে প্রতিপক্ষের মাঠে শেষ রাউন্ডে প্রথমার্ধে ১৫তম মিনিটে রবের্ত লেভান্ডভস্কি সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ৩১তম মিনিটে সমতা টানেন ইউসুফ এন-নেসরি। বিরতির পর ৫৯তম মিনিটে ফের্মিন লোপেসের গোল গড়ে দেয় ব্যবধান।
লিগে চার ম্যাচ হাতে রেখেই এবার শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার রানার্সআপ হওয়াও নিশ্চিত হয় আগেই। ৩৮ ম্যাচে ২৬ জয় ও ৭ ড্রয়ে ৮৫ পয়েন্ট নিয়ে আসর শেষ করল তারা, চ্যাম্পিয়নদের চেয়ে যা ১০ পয়েন্ট কম। ৪১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে সেভিয়া।