হায়দারাবাদকে অল্পরানে আটকে রাখল কলকাতা
দুর্দান্ত বোলিংয়ে হায়দারাবাদকে অল্পরানে আটকে রাখল কলকাতা। ১৮.৩ ওভারে মাত্র ১১৩ রানে অলআউট হয় হায়দারাবাদ। ১১৪ রান করলেই তৃতীয়বারের মতো আইপিএলের শিরোপা ঘরে তুলতে পারবে কলকাতা নাইট রাইডার্স।
বল হাতে আন্দ্রে রাসেল ২.৩ ওভারে ১৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। মিচেল স্টার্ক ৩ ওভারে ১৪ রান দিয়ে ২টি ও হরশিত রানা ৪ ওভারে ১ মেডেনসহ ২৪ রান দিয়ে নেন ২টি উইকেট। এছাড়া বৈভব অরোরা ৩ ওভারে ২৪ রান দিয়ে ১টি, সুনীল নারিন ৪ ওভারে ১৬ রান দিয়ে ১টি ও বরুণ চক্রবর্তী ২ ওভারে ৯ রান দিয়ে ১টি উইকেট নেন।
কলকাতার বোলিং তোপের মুখে হায়দরাবাদের মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে অধিনায়ক প্যাট কামিন্স ১৯ বলে ২ চার ও ১ ছক্কায় করেন সর্বোচ্চ ২৪ রান। এইডেন মার্করাম ২৩ বলে ৩ চারে করেন ২০ রান। এছাড়া হেনরিক ক্লাসেন ১ চারে ১৬ ও নিতিশ কুমার রেড্ডি ১ চার ও ১ ছক্কায় করেন ১৩ রান।
আজ কেকেআর জিতলে ২০১২ ও ২০১৪ সালের পর আবার আইপিএলের শিরোপা ঘরে তুলবে। আর হায়দারাবাদ জিতলে ২০১৬ সালের পর দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলবে। আর হেরে গেলে ২০১৮ সালের মতো আবারও রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হবে।