ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে পরিবর্তন, রিজার্ভ ৫ জন
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) থেকে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে ২০ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে চার-ছক্কার এই আসর। টুর্নামেন্ট উপলক্ষে আগেই দল ঘোষণা করেছিল যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ মুহূর্তে দলে পরিবর্তন এনেছে তারা।
চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের স্কোয়াড থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডার। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে চোটে পড়েন তিনি। তবে হোল্ডারের চোটের ধরন কেমন সেটি ক্রিকেট উইন্ডিজের (সিডব্লুআই) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
হোল্ডারের পরিবর্তে দলে ডাকা হয়েছে পেসার ওবেড ম্যাককয়কে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ২টি ওয়ানডে খেলেছেন এই বাঁহাতি পেসার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও আছেন তিনি। সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেট পেলেও দ্বিতীয় ম্যাচে সুবিধা করতে পারেননি তিনি।
এদিকে, ঘরের মাঠের এই বিশ্বকাপে ৫ জন রিজার্ভ খেলোয়াড় রাখার ঘোষণা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগে থেকেই ছিলেন অলরাউন্ডার কাইল মেয়ার্স ও পেসার ম্যাথু ফোর্ড। নতুন করে তাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফ্যাবিয়েন অ্যালেন, হেইডেন ওয়ালশ ও আন্দ্রে ফ্লেচার।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ, জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, শাই হোপ, আকিল হোসেইন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, ওবেড ম্যাককয়, শেরফেন রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড
রিজার্ভ: কাইল মেয়ার্স, ম্যাথু ফোর্ড, ফ্যাবিয়েন অ্যালেন, হেইডেন ওয়ালশ ও আন্দ্রে ফ্লেচার।