পাকিস্তান ‘দলের ভারসাম্য নষ্ট করছে সাইম আইয়ুব’
প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২৩ রানে হেরেছে পাকিস্তান। এই ম্যাচেও ব্যর্থ হয়েছে মোহাম্মদ রিজওয়ান ও সাইম আইয়ুবের ওপেনিং জুটি। বিষয়টিতে মোটেই খুশি নন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা।
ওপেনিংয়ে রমিজ আগের মতোই চান বাবর আজম ও রিজওয়ান জুটিকে। বলে রাখা ভালো, সাম্প্রতিক সময়ে ওয়ান ডাউনেই খেলছেন বাবর। সাইম আইয়ুবকে একাদশের বাইরে পাঠানোর পরামর্শও দিয়েছেন সাবেক পিসিবি প্রধান। তার কারণে পুরো দলের ভারসাম্য নষ্ট হচ্ছে বলেও মনে করেন রমিজ।
ইউটিউবে রমিজ বলেন, ‘হার-জিত খেলারই অংশ কিন্তু ম্যাচ জিততে পাকিস্তানকে আরও ভালো লড়াই করতে হবে। কিন্তু তাদের অনেক ভুলের কারণেই ম্যাচে তাদের ভুগতে হয়।’
সাইম আইয়ুবকে অনেক বেশি সুযোগ দেওয়া হয়েছে বলেও মনে করেন রমিজ। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে আসে মাত্র ৭ রান। শুধু এই ম্যাচেই নয় ঘরের মাঠে গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে পারফর্ম করতে পারেননি সাইম। ব্লাক ক্যাপসদের বিপক্ষে ৪ ম্যাচের সেই সিরিজে মাত্র ৫২ রান করেছেন ২১ বছর বয়সী এই ওপেনার। তাই বেশ কিছুদিন ধরেই পাকিস্তানের ওপেনিং জুটিতে রান আসছে না।
অথচ বাবর-রিজওয়ানের ওপেনিং জুটিতে ছিল ভিন্ন চিত্র। সাইমকে ওপেনিং থেকে সরানোর পরামর্শ দিয়ে রমিজ বলেন, ‘প্রথমত, সাইম আইয়ুব একজন ওপেনার হিসেবে খেলতে নামেন। আমার মনে হয় না সাইমকে দিয়ে পাকিস্তানের চালিয়ে (ওপেনিং জুটি) যাওয়া উচিত। তাকে অনেক বেশি সুযোগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে তোমাকে আরও ভালো করতে হবে। মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমের উদ্বোধনী জুটিতে ফিরে যাওয়া উচিত। কারণ এটিই পাকিস্তানের শক্তি এবং তারা একে অপরের খেলা বোঝে। সাইমের কারণে পুরো ভারসাম্য নষ্ট হচ্ছে।’