আইপিএল ফাইনাল /

বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে শিরোপা জিতবে কারা

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৪, ১৭:৩২
শেয়ার :
বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে শিরোপা জিতবে কারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে কৌশলগত লড়াইয়ের অপেক্ষা করছে ভক্তরা। কলকাতার মূল কুশলী ধরা হচ্ছে মেন্টর গৌতম গম্ভীরকে। দলকে ফাইনালে তোলার পথে গ্রুপপর্ব ও প্লে-অফের দুই দেখায়ই হায়দরাবাদকে হারিয়েছেন গম্ভীর। আজ রবিবারের ফাইনালেও কৌশলের পরীক্ষায় উতড়ে যেতে চাইবেন গম্ভীর।

কম যায় না হায়দরবাদও। অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সকে এনেই অনেকদিন পর উঠল ফাইনালে। বিশ্বকাপজয়ী এই অধিনায়কের ব্যতিক্রমী কৌশল সবারই এক বাক্যে স্বীকার করে নেন। তবে চিপকের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে আকাঙ্খিত কৌশলের এই লড়াইয়ে বাধ সাধতে পারে বেরসিক বৃষ্টি। 

ওয়েদার ডটকমের মতে, চিপকে দিনের বেলার বৃষ্টির সম্ভাবনা প্রায় ৪৭ শতাংশ, সন্ধ্যার পর যেটি নেমে আসবে ৩২ শতাংশে। এটি তো গেল সম্ভাবনার কথা। দর্শকদের মনে প্রশ্ন, যদি বৃষ্টিতে ম্যাচ ভেসে যায় তাহলে কীভাবে নির্ধারিত হবে বিজয়ী দল?

এবারের আইপিএলে এর আগেও বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনা ঘটেছে। প্রথমটি মোতেরায়, গুজরাট টাইটানস বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে। দ্বিতীয়টি হায়দরাবাদ বনাম গুজরাটের ম্যাচে। এমনকি রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার গ্রুপপর্বের শেষ ম্যাচটিও পরিত্যক্ত হয়েছিল।

যদিও বৃষ্টির কারণে আইপিএল ফাইনালে পুরোপুরি ভেসে যেতে পারে এমন কোনো হুমকি নেই। তবে সবকিছু উলট-পালট করে দিতে পারে ঘূর্ণিঝড় রিমাল। রবিবার ম্যাচটি পরিত্যক্ত হলে, এটি সোমবার রিজার্ভ ডে-তে খেলা হবে। তবে খেলা ৫ ওভার করে হলেও ফলাফল আসবে। যদি সেটিও না হয় তাহলে চ্যাম্পিয়ন হবে কলকাতা। কারণ, চ্যাম্পিয়ন হিসেবে তখন গণনা করা হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপপর্ব শেষ করেছিল কারা। 

গ্রুপপর্বে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষেই ছিল কলকাতা। দ্বিতীয় স্থানে থাকা হায়দরাবাদ ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব শেষ করেছিল। তাই বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে কপাল পুড়বে হায়দরাবাদের।