হকির শাস্তির আওতায় ৩১ নাম /

১২ ম্যাচ বহিস্কার জিমি, আদেল-জহিরুল-প্রিন্স নিষিদ্ধ

ক্রীড়া প্রতিবেদক
২৫ মে ২০২৪, ২৩:১৮
শেয়ার :
১২ ম্যাচ বহিস্কার জিমি, আদেল-জহিরুল-প্রিন্স নিষিদ্ধ

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে শৃঙ্খলা ভঙ্গ, আবাহনীর বিপক্ষে মোহামেডানের পুরো ম্যাচ না খেলে মাঠ ছেড়ে চলে যাওয়াসহ নানা ঘটনায় জড়িত মোট ৩১ খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, ক্লাবকে শাস্তির আওতায় এনেছে হকি ফেডারেশন। ২৫ মে হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় শাস্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হকি ফেডারেশনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে ১২ ম্যাচ বহিস্কার করা হয়েছে। মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্সকে ৪ বছর নিষিদ্ধ, হকির সাবেক কর্মকর্তা আদেল, জহিরুল নিষিদ্ধ এবং মোহামেডানের উপদেষ্টা কোচ গোবিনাথনকে বাংলাদেশ হকি অঙ্গণে আজীবন বহিস্কার করা হয়েছে।

আবাহনীর পুস্কর ক্ষিসা মিমোকে ২ ম্যাচ বহিস্কার করা হয়েছে। এছাড়া আবাহনীর নাঈম উদ্দিনকে ৩ ম্যাচ, মোহামেডানের আসরাফুল হক সাদকে ৭ ম্যাচ, নুরুজ্জামান নয়নকে ২ ম্যাচ বহিস্কার করা হয়েছে। অন্যদিকে, মোহামেডানের জুলপিদাস বিন মিজুমকে ২ ম্যাচ বহিস্কার, বাংলাদেশ এসসির তাপস বর্মনকে ২ ম্যাচ বহিস্কার, আজাদ এফসি ক্লাবকে ২৫ হাজার টাকা জরিমানা, মোহামেডানের তানভীর আহমেদ সিয়ামকে ৩ ম্যাচ বহিস্কার, মোহামেডানের দ্বীন ইসলাম ইমনকে ৩ ম্যাচ বহিস্কার, অ্যাজাক্স এসসির ম্যানেজার মো. মহিকে সতর্ককরণ, আবাহনীর আফ্ফান ইউসুফকে ২ ম্যাচ , অ্যাজাক্স এসসির ইমরান হাসান পিন্টুকে ৩ ম্যাচ, মোহামেডানের তানভীর আহমেদ সিয়ামকে ৩ ম্যাচ বহিস্কার করা হয়েছে। হকির শাস্তির আওতায় বাংলাদেশ এসসিকে ৫০ হাজার টাকা, অ্যাজাক্স এসসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঊষার ম্যানেজার ওয়াজিদ হোসেনকে সতর্ক করে দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ পুলিশের ম্যানেজার তরিকুল ইসলামকে ২ ম্যাচ, কোচ মাকুস আলম হাবুলকে ২ ম্যাচ, দিলশকুশার শাসনকে ২ ম্যাচ বহিস্কার করা হয়েছে। বাংলাদেশ এসসির ম্যানেজার এজাজকে সতর্ক করে দেওয়া হয়েছে। এছাড়া অ্যাজাক্স এসসির কোচ এহতেশাম হোসেনকে ১০ ম্যাচ, অ্যাজাক্সের খেলোয়াড় মেহেদী হাসানকে ২ ম্যাচ, দিলকুশার কোচ আসি ই নুরকে এক বছর বহিস্কার করা হয়েছে। পুলিশ এসসির মো. কাউসারকে ২ ম্যাচ বহিস্কারের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোস্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য করায় সাবেক হকি ফেডারেশনের কর্মকর্তা তারেক এ আদেলকে আজীবন বহিস্কার করা হয়েছে। মোহামেডানের পরিচালক জামাল রানাকেও আজীবন বহিস্কার করা হয়েছে। এছাড়া মেরিনার্সের কর্মকর্তা খাজা নাসিম রেজা মিজানকে সতর্ক করে দেওয়া হয়েছে।

উপরের সকল শাস্তিমূলক ব্যবস্থা শুধুমাত্র প্রিমিয়ার বিভাগ হকি লিগ ও ফ্র্যাঞ্চাইজি হকি লিগের ক্ষেত্রে কার্যকর হবে। আর্থিক জরিমানার অর্থ পরিশোধ না করা পর্যন্ত বহিস্কার অব্যাহক থাকবে। অন্যদিকে, হকির সাবেক দুই কর্মকর্তা সাজেদ এ এ আদেল ও জহিরুল ইসলাম মিতুল ফেডারেশনের বিরুদ্ধে মামলা ও মামলার বিষয় সম্পর্কে এশিয়ান হকি ফেডারেশন ও আন্তর্জাতিক হকি ফেডারেশনে কপি প্রেরণসহ ফেডারেশনের স্বার্থ পরিপন্থি কাজে লিপ্ত থাকায় তাদের বিরুদ্ধে ডিসিপ্লিন কমিটি গঠন করে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি এই দুই কর্মকর্তাকে হকি অঙ্গণে নিষিদ্ধ করা হয়েছে।