‘আমি সুরেশ রায়না, আফ্রিদি না’

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৪, ১৭:৫৫
শেয়ার :
‘আমি সুরেশ রায়না, আফ্রিদি না’

২০২২ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ভারতের সুরেশ রায়না। এর আগে ২০২০ সালে জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন তিনি। ভারতের হয়ে সর্বশেষ ২০১৮ সালে খেলেছিলেন এই তারকা। চেন্নাই সুপার কিংসের হয়ে ২০২১ মৌসুম পর্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রায়না। সম্প্রতি তাকে, প্রশ্ন করা হয় অবসর ভেঙে ফেরার ব্যাপারে। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ চলাকালীন ভারতের ধারাভাষ্যকার আকাশ চোপড়া মজা করেই রায়নাকে জিজ্ঞেস করেন, অবসর ভেঙে ফেরার কোনো পরিকল্পনা রায়নার আছে কি না। আকাশের প্রশ্নের জবাব দিতে গিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদিকে খোঁচাই দিয়ে ফেললেন রায়না। তার উত্তর ছিল, ‘আমি সুরেশ রায়না, শহীদ আফ্রিদি না।’

বলে রাখা ভালো, ক্রিকেট থেকে বেশ কয়েকবার অবসর নিয়ে আবার সেটি ভাঙার ঘোষণা দিয়েছেন আফ্রিদি। ক্যারিয়ারের শেষ ১১ বছরে ৫ বার অবসর নিয়েছিলেন সাবেক এই অলরাউন্ডার। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসরে যান এই তারকা। 

আফ্রিদিকে নিয়ে রায়নার এমন মন্তব্য অনেক ক্রিকেটভক্তেরই পছন্দ হয়নি। গতকাল আফ্রিদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত ঘোষণা করে। এক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী সেখানে টেনে আনেন রায়নাকে। মেনশন দিয়ে বলেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ আফ্রিদিকে শুভেচ্ছাদূত ঘোষণা করেছে আইসিসি। হ্যালো, সুরেশ রায়না।’

ব্যাপারটি মোটেই ভালো লাগেনি রায়নার। উত্তরে তিনি বলেন, ‘আমি আইসিসির শুভেচ্ছাদূত নই কিন্তু আমার কাছে ২০১১ বিশ্বকাপ আছে। মোহালির সেই ম্যাচের কথা মনে আছে? আশা করি, এটা আপনার কিছু ভুলে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনবে।’