বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে সাইফউদ্দিন, মিরাজসহ ২১ ক্রিকেটার
যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও তার পরে বিশ্বকাপ খেলার জন্য দেশে নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জাতীয় দলের বাইরে থাকা সম্ভাবনাময় ক্রিকেটাররা যাতে এই সময়ে অনুশীলনের মধ্যে থাকেন তাই গঠন করা হয়েছে বাংলাদেশ টাইগার্স। এই ক্যাম্পে বিশ্বকাপে সুযোগ না পাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ ও আগেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলা মুশফিকুর রহিমসহ ২১ ক্রিকেটার সুযোগ পেয়েছেন।
আগামীকাল রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে এখনে ফিটনেস ও স্কিল ট্রেনিং হবে। আগামী শুক্রবার এই দলটি যাবে সিলেট।
বাংলাদেশ টাইগার্সের কার্যক্রমে সুযোগ পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন জাতীয় দলের নজরে থাকা পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানার মতো ক্রিকেটাররাও। এছাড়া টেস্ট দলে নিয়মিত খেলা প্রায় সব ক্রিকেটারই আছেন। যদিও ব্যক্তিগত কারণে আপাতত এই ক্যাম্পে যোগ দিতে পারছেন না সাইফউদ্দিন।
বাংলাদেশ টাইগার্স: এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন, শাহাদাত হোসেন, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অংকন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, রেজাউর রহমান রাজা, আবু হায়দার, সৈয়দ খালেদ আহমেদ ও মুশফিক হাসান।