কোপা আমেরিকায় প্রথমবারের মতো নারী রেফারি

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০২৪, ১৩:৩২
শেয়ার :
কোপা আমেরিকায় প্রথমবারের মতো নারী রেফারি

দক্ষিণ আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকায় প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন নারী রেফারিরা। গতকাল শুক্রবার এই তথ্য জানিয়েছে কোপা কর্তৃপক্ষ। 

টুর্নামেন্টে রেফারিং করতে যাওয়া এই দুই নারী রেফারি হলেন- যুক্তরাষ্ট্রের মারিয়া ভিক্টোরিয়া পেনসো এবং ব্রাজিলের এদিনা আলভেস। এই দুজনকে সহায়তা করবেন ব্রাজিলের নিউজা ব্যাক, কলম্বিয়ার মেরি ব্লাঙ্কো, ভেনিজুয়েলার মিগডালিয়া রদ্রিগেজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রুক মায়ো ও ক্যাথরিন নেসবিট। ভিডিও রিভিউ কর্মকর্তা হিসেবে থাকছেন নিকারাগুয়ার তাতিয়ানা গুজম্যান। 

দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘এটি (নারী রেফারি) ২০১৬ সাল থেকে কনমেবলের নেওয়া একটি প্রতিশ্রুতি। খেলার মাঠে এবং বাইরে আরও বেশি নারীর বিকাশ এবং পেশাদারিকরণের আওতায় আনা এবং বিভিন্ন টুর্নামেন্টে সমতার সেঙ্গে ফুটবলের প্রচার করাই এর উদ্দেশ্য।’

আগামী ২০ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আয়োজিত এবারের কোপা আমেরিকায় ১০১ জন ম্যাচ কর্মকর্তা কাজ করবেন বলেও জানিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। 

উয়েফা-কনমেবল চুক্তির অংশ হিসাবে টুর্নামেন্টে ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানি ও তার স্বদেশি ড্যানিয়েল ব্রিন্ডোনি, আলবার্তো তেগোনি (সহকারী), মার্কো ডি বেলো, আলেজান্দ্রো ডি পাওলো (ভিএআর) দক্ষিণ আমেরিকার এই চ্যাম্পিয়নশিপে কাজ করবেন।