ফাইনালে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টারের দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব

ক্রীড়া ডেস্ক
২৪ মে ২০২৪, ২০:৩৮
শেয়ার :
ফাইনালে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টারের দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব

ইংলিশ এফএ কাপের ফাইনালে আগামীকাল শনিবার মুখোমুখি হবে দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ইপিএলের শিরোপা ইতোমধ্যে ঘরে তুলেছে ম্যানসিটি। গেল বছরও এফএ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেখানে শেষ হাসি হেসেছিল সিটিজেনরাই। ২-১ গোলে জিতেছিল কোচ পেপ গার্দিওলার শিষ্যরা।

এবার ইউনাইটেডের সামনে গতবারের হারের প্রতিশোধ নেবার সুবর্ণ সুযোগ। এই ম্যাচ দিয়েই ইউনাইটেডের কোচের দায়িত্বের পরিসমাপ্তি ঘটবে এরিক টেন হাগের। লিগে ব্যর্থতার পর তার সামনে শেষ সুযোগ শেষটা রাঙানোর জন্য।

লিগে দুই দেখায়ই সিটিজেনরা হারিয়েছে নগর প্রতিদ্বন্দ্বীদের। ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে তারা ৩-০ গোলে জয়ের দেখা পায়। এরপর নিজেদের মাঠ ইত্তিহাদে ৩-১ গোলে আবারও তারা উড়িয়ে দেয় রেড ডেভিলদের। ১৯৬৯-৭০ এর ফুটবল মৌসুম পর টানা তিন জয়ের হাতছানি সিটিজেনদের সামনে।

এই ম্যাচে নিঃসন্দেহে ফেবারিট গার্দিওলার সিটি। দলটিতে রয়েছে সেরা সব তারকা। কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন, আর্লিং হালান্ড, জুলিয়ান আলভারেজরা রয়েছেন দারুণ ফর্মে। হালান্ড টানা দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ফোডেন হয়েছেন ইপিএলের বর্ষসেরা খেলোয়াড়। ইউনাইটেডের বিপক্ষে যে তারা সেরাটা দিয়ে মৌসুমের আরও একটা শিরোপা ঘরে তুলতে চাইবে এটাই স্বাভাবিক। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদেরকে।

ম্যানইউয়ের বছর তেমন ভালো কাটেনি। লিগে অবস্থান খুব ভালো না থাকায় আগামীবারেও চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারছে না তারা। তবে তাদের সামনে একটা দারুণ সুযোগ এফএ কাপের শিরোপা জিতে বছরটা শেষ করার। আর কোচ টেন হাগেরও শেষ ম্যাচ এটি। নিশ্চয়ই তারা চাইবে জয় দিয়ে শিরোপা জিতে শেষটা রাঙাতে।