পন্টিংকে কোচিংয়ের প্রস্তাব দেওয়া হয়নি, জানালেন জয় শাহ

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৪, ১৪:৩৩
শেয়ার :
পন্টিংকে কোচিংয়ের প্রস্তাব দেওয়া হয়নি, জানালেন জয় শাহ

ভারত ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে প্রস্তাব দেওয়া হয়নি বলে দাবি করেছেন ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ। ভারতের ক্রিকেট সম্পর্কে ‘গভীর বোঝাপড়া’ থাকতে হবে উল্লেখ করে রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি একজন ভারতীয় হতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই মেয়াদ শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের। তৃতীয় মেয়াদে আর জাতীয় দলের কোচিং করাতে চান না তিনি। তাই নতুন কোচ খুঁজছে বিসিসিআই। গুঞ্জন উঠেছিল, পন্টিং, জাস্টিন ল্যাঙ্গার ও অ্যান্ডি ফ্লাওয়ারকে প্রস্তাব দিয়েছে সংস্থাটি। 

এক বিবৃতিতে জয় শাহ বলেন, ‘আমি বা বিসিসিআই কেউই সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারের (পন্টিং) কাছে কোচিংয়ের প্রস্তাব নিয়ে যোগাযোগ করিনি। কিছু গণমাধ্যমে প্রচারিত খবরগুলো পুরোপুরি অসত্য।’

এবারের আইপিএলে পন্টিং ও ল্যাঙ্গার; দুজনই কোচিং করিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের হেড কোচ ছিলেন পন্টিং আর লখনৌ সুপার জায়ান্টসের দায়িত্ব সামলেছেন ল্যাঙ্গার। তবে জাতীয় দলের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। 

দেশি কোচের প্রতি আগ্রহের ইঙ্গিত দিয়ে জয় শাহ বলেন, ‘আমাদের জাতীয় দলের জন্য সঠিক কোচ খোঁজা একটি সূক্ষ্ম এবং পুঙ্খানুপুঙ্খ প্রক্রিয়া। আমরা এমন কোচ খুঁজছি যিনি ভারতীয় ক্রিকেট কাঠামোর ব্যাপারে গভীর ধারণা রাখেন এবং এসব প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছেন।...ভারত দলকে পরবর্তী স্তরে নিয়ে যেতে বোঝাপড়া অনেক গুরুত্বপূর্ণ।’

গত বৃহস্পতিবার পন্টিং দাবি করেছিলেন যে তাকে কোচ হিসেবে নেওয়ার জন্য যোগাযোগ করা হয়েছিল, কিন্তু সেটি প্রত্যাখ্যান করেছেন। এই সিদ্ধান্তের পেছনে নিজের ‘‘লাইফস্টাইলকে’’ কারণ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।