গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্রাজিলিয়ান তারকা পাকেতা

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৪, ২৩:০৫
শেয়ার :
গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্রাজিলিয়ান তারকা পাকেতা

ব্রাজিল ও ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার লুকাস পাকেতার বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লিগের চারটি ম্যাচে স্পট ফিক্সিংয়ের অভিযোগ এনেছে ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ। তিনি ইংলিশ ফুটবলের দুইটি ধারা ভঙ্গ করেছেন বলে জানানো হয়েছে। 

এফএ’র অভিযোগ, ওয়েস্ট হ্যামের হয়ে ২০২২ সালের নভেম্বরে লেস্টার সিটির বিপক্ষে, ২০২৩ সালের মার্চে অ্যাস্টন ভিলার বিপক্ষে, ২০২৩ সালের মে মাসে লিডস ইউনাইটেডের বিপক্ষে ও সর্বশেষ গত বছরের আগস্টে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে স্পট ফিক্সিংয়ে জড়িত ছিলেন পাকেতা। খবর স্কাই স্পোর্টসের। 

এফএ’র দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই অভিযোগ আনা হয়েছে যে সে (পাকেতা) অসৎ উদ্দেশে মাঠে এমন কিছু করেছে যাতে রেফারি তাকে কার্ড দেখান, যা বেটিং মার্কেটে এক বা একাধিক ব্যক্তির জন্য লাভজনক।’

তবে এক বিবৃতিতে এমন অভিযোগ অস্বীকার করেছেন পাকেতা। তিনি বলেন, ‘আমি অত্যন্ত বিস্মিত এবং বিস্মিত যে এফএ আমাকে অভিযুক্ত করেছে। বিগত নয় মাস ধরে আমি তাদের তদন্তের প্রতিটি ধাপে সহযোগিতা করেছি এবং যতটা সম্ভব তথ্য দিয়েছি। আমি তাদের অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছি এবং আমার নামকে কলঙ্কমুক্ত রাখতে প্রতি মুহূর্তে লড়াই করে যাব। চলমান প্রক্রিয়ার কারণে আমি আর কোনো মন্তব্য করব না।’

পাকেতার ক্লাব ওয়েস্ট হ্যাম নিজেদের খেলোয়াড়ের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। দলের একজন মুখপাত্র বলেছেন, ‘পাকেতার বিরুদ্ধে এফএ তাদের আইন ভঙ্গের যে অভিযোগ করেছে সেই ব্যাপারে ক্লাব অবগত। লুকাস স্পষ্টভাবেই অভিযোগ অস্বীকার করেছেন এবং তার অবস্থানে দৃঢ় থাকবেন। ক্লাবটি এই পুরো প্রক্রিয়ায় তার খেলোয়াড়ের পাশে দাঁড়াবে এবং সমর্থন করা চালিয়ে যাবে। বিষয়টি শেষ না হওয়া পর্যন্ত আর কোনো মন্তব্য করবে না তারা।’

আসন্ন কোপা আমেরিকায় ব্রাজিলের স্কোয়াডে পাকেতাকে রেখেছেন কোচ দরিভাল জুনিয়র। গত মৌসুমে পাকেতাকে ৮০ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়াতে রাজি হয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে এফএ বেটিং তদন্তে নামার পর চুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসে তারা।