ডিসিএল প্রেসিডেন্ট কাপ ন্যাশনাল টেনিস টুর্নামেন্ট আগামীকাল শুরু

সংবাদ বিজ্ঞপ্তি
২৩ মে ২০২৪, ২১:৫৬
শেয়ার :
ডিসিএল প্রেসিডেন্ট কাপ ন্যাশনাল টেনিস টুর্নামেন্ট আগামীকাল শুরু

ঢাকা ক্লাব লিমিটেড বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং ১১৩ বৎসরের প্রাচীনতম সামাজিক ক্লাব। ঢাকা ক্লাবের সঙ্গে দেশের বিভিন্ন ক্লাবের রয়েছে দীর্ঘদিনের সম্পর্ক। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ক্রীড়া একটি ব্যাপক ভূমিকা পালন করে থাকে।

খেলাধুলার সুদূরপ্রসারী ভূমিকার কথা ভেবেই ঢাকা ক্লাব আয়োজন করেছে ‘ডিসিএল প্রেসিডেন্ট কাপ ন্যাশনাল টেনিস টুর্নামেন্ট-২০২৪।’ এই টুর্নামেন্টটি শুরু হবে আগামীকাল শুক্রবার। চলবে আগামী ২৭ পর্যন্ত। ঢাকা ক্লাব টেনিস কোর্ট ও রমনানাস্থ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স কোর্টে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটি।

এ উপলক্ষে ইতোমধ্যে বাংলাদেশের ৬০টি জেলার জেলা প্রশাসক/সভাপতি ডিএসএ, টেনিস ক্লাব বরাবর উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণের আমন্ত্রণপত্র পাঠিয়েছে। ঢাকা ক্লাবের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশের ৩০টি টেনিস ক্লাব থেকে মোট ২০৫ জন টেনিস খেলোয়াড় উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য সাড়া দিয়েছেন। টুর্নামেন্টটির সার্বিক পরিচালনার দায়িত্বে রয়েছেন ঢাকা ক্লাব কর্তৃপক্ষসহ ক্লাবের সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারের তৃতীয় তলায় মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট আশরাফুজ্জামান খান (পুটন)। অনুষ্ঠানটি পরিচালনা ও স্বাগত ভাষণ দেন টেনিস টুর্নামেন্টের চেয়ারম্যান শাহজাদা হামিদ সাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট ডিরেক্টর মোহাম্মদ আলী দ্বীন, টেকনিক্যাল ডিরেক্টর আব্দুল্লাহ জামিল মতিন (জনি) এবং ২য় ডিরেক্টর ফিনান্স রহমান মৃধা। এ ছাড়াও ঢাকা ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য, টেনিস সাব-কমিটির সদস্য ও অন্যান্য সদস্যরা এবং অংশগ্রহণকারী ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সুধিজন ও ক্লাবের কর্মকর্তা,কর্মচারীরা উপস্থিত ছিলেন।