ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ মোস্তাফিজের দল
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। তার দল ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল করেছে টুর্নামেন্টের অভিভাবক সংস্থা শ্রীলংকা ক্রিকেট বোর্ড। আগামী ১ জুলাই প্রতিযোগিতা শুরুর কথা রয়েছে।
ডাম্বুলা থান্ডার্সের বিরুদ্ধে ম্যাচ গড়পেটার অভিযোগ উঠেছে। অভিযোগের জের ধরে বুধবার ফ্র্যাঞ্চাইজিটির কর্মকর্তা বাংলাদেশের তামিম রহমানকে গ্রেফতার করেছে কলম্বো পুলিশ। খবর টাইমস অব ইন্ডিয়া ও ক্রিকবাজের।
লংকান ক্রিকেট বোর্ড ছাড়াও এলপিএলের মালিকানা আছে ইমপেরিয়াল স্পোর্টস গ্রুপের (আইপিজি)। তামিম ডাম্বুলা থান্ডার্সের মালিকদের একজন এবং আইপিজির সিইও হিসেবে কাজ করে আসছেন।
২০২০ সালে এলপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম আসর শুরুর আগ মুহূর্তে কলঙ্কের কালিমা লাগল টুর্নামেন্টে। মোস্তাফিজ ছাড়াও ডাম্বুলা দলে নিয়েছে দেশি-বিদেশি বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে।
তাদের ভাগ্যে কী আছে সেটি কদিনের মধ্যেই জানা যাবে। তবে ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল হলেও ঠিক সময়েই বল মাঠে গড়াবে বলে জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের অন্য চারটি দল হচ্ছে- জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স, বি-লাভ ক্যান্ডি ও গল মারভেলস।