উড়োজাহাজ বিক্রি করতে এয়ারবাস বোয়িংয়ের লবিং
বাংলাদেশের পতাকাবাহী পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে উড়োজাহাজ বিক্রি করতে জোর লবিং শুরু করেছে ফ্রান্সের এয়ারবাস ও যুক্তরাষ্ট্রের বোয়িং। ছয়টি বোয়িং উড়োজাহাজ কিনতে রাজি করাতে সম্প্রতি ঢাকা সফর করে গেছেন মার্কিন কোম্পানিটির ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের শীর্ষ কর্মকর্তারা। চ‚ড়ান্ত সিদ্ধান্তের আগে তাদের প্রস্তাব যথাযথ মূল্যায়নের প্রত্যাশা ব্যক্ত করে গেছেন তারা। এ ছাড়া এয়ারবাস চায় ১০টি উড়োজাহাজ বিক্রি করতে। গতকাল সকালে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে ফ্রান্সের রাষ্ট্রদূত এসব উড়োজাহাজ বিক্রির আশাবাদ পুনর্ব্যক্ত করেন।
ছয়টি ওয়াইড বডি এয়ারক্রাফট বিক্রি করার প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং। এর মধ্যে চারটি যাত্রীবাহী বোয়িং-৭৮৭ ও দুটি মালবাহী (ফ্রেইটার) বোয়িং-৭৭৭। এসব এয়ারক্রাফট কেনায় ঋণ দিতে আগ্রহী যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক।
গত ২১ মে ঢাকার একটি হোটেলে বোয়িং কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বোয়িং ভাইস প্রেসিডেন্ট রায়ান উয়্যার সাংবাদিকদের বলেন, ‘পণ্য মূল্যায়নে আমরা সব সময়ই নিরপেক্ষতায় বিশ্বাস করি। যে অপারেটরগুলো বোয়িং ৭৮৭ মডেলের উড়োজাহাজ ব্যবহার করছে, তারা সেটি মূল্যায়ন করেছে। প্রকৃতপক্ষে আমাদের সবচেয়ে শক্তিশালী জায়গা হচ্ছে ৭৮৭, যা বিক্রির পর আবারও কিনতে বায়না করছে অনেকে। বিমানের কাছে বিক্রয় প্রস্তাবগুলোর একটি পূর্ণাঙ্গ মূল্যায়ন চাই আমরা। আশা করি, চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগেই সেটি হবে। এটা বিমানকে ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য অনেক সহায়তা পেতে সাহায্য করবে। আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়, বিমান মন্ত্রণালয় ও বিমানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছি। আমাদের প্রস্তাবটি পুরোপুরি মূল্যায়নের অনুরোধ করেছি। তারা বলেছেন, করবেন।’
আরও পড়ুন:
আকতার পারভেজ সর্বোচ্চ ভোটে সিএসই পরিচালক
এর আগে গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় এসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যৌথ সংবাদ সম্মেলনে জানান, এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রæতি দিয়েছে বাংলাদেশ। ইউরোপের এ নির্মাতা কোম্পানির উড়োজাহাজ কেনার ব্যাপারে অগ্রগতিও হয়েছে। গত মাসে বিমানের পর্ষদ সভায় তাদের প্রস্তাব এগিয়ে নিতে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সরকার বলছে, ইউরোপভিত্তিক উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এয়ারবাসের প্রস্তাব যাচাই-বাছাইয়ের কাজ চলছে। গতকাল বুধবার ঢাকায় এয়ারবাসের এয়ারক্রাফট
বিক্রি নিয়ে নিজ বাসায় কথা বলেন ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যারিস সফরে বিমানের জন্য এসব উড়োজাহাজ কেনার চুক্তি চ‚ড়ান্ত হবে। তিনি বলেন, এয়ারবাস মূলত দুটি ভিন্ন প্রস্তাব নিয়ে কাজ করছে। একটি হচ্ছে, রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশের সঙ্গে উড়োজাহাজের এবং অন্যটি হচ্ছে স্যাটেলাইট সিস্টেমস, যা বাংলাদেশ পৃথিবী পর্যবেক্ষণের উদ্দেশ্যে নিতে চায়।
আরও পড়ুন:
বৃহত্তম হিমশৈল
ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, ‘সুতরাং দুটি আলোচনা খুব ভালো চলছে এবং এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি, খুব শিগগির এসব বিষয়ে চুক্তি সই এবং চ‚ড়ান্ত করা হবে।’
আরও পড়ুন:
কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম