ফেডারেশন কাপ /

মোহামেডানকে হারিয়ে বসুন্ধরার ‘ট্রেবল’

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৪, ১৭:৫৫
শেয়ার :
মোহামেডানকে হারিয়ে বসুন্ধরার ‘ট্রেবল’

ফেডারেশন কাপে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচটি বসুন্ধরা কিংসের জন্য ছিল প্রতিশোধের। গতবার এই টুর্নামেন্টের সেমিফাইনালে মোহামেডানের কাছে হেরেই ঘরোয়া ফুটবলে ‘ট্রেবল’ জেতার স্বপ্ন মাটিতে মিশে গিয়েছিল বসুন্ধরার। তবে এবার আর কোনো ভুল করেনি তারা। গতবারের চ্যাম্পিয়ন মোহামেডানকে ২-১ ব্যবধানে হারিয়ে ট্রেবল নিশ্চিত করল বসুন্ধরা। 

এর আগে, স্বাধীনতা কাপের পর লিগে টানা পঞ্চমবারের মতো শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা। ২০১২-১৩ সালের পর প্রথমবারের মতো কোনো দল হিসেবে ট্রেবল পূরণ করল বসুন্ধরা। 

ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আজ উপস্থিত হয়েছিলেন হাজার হাজার দর্শক। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র হলেও দ্বিতীয়ার্ধের ৬৪তম মিনিটে এগিয়ে যায় মোহামেডান। দারুণ এক গোল করেন সাদা-কালোদের অধিনায়ক সুলেমান দিয়াবাতে।  

নির্ধারিত ৯০ মিনিটের ৪ মিনিট আগে পর্যন্ত এগিয়ে ছিল মোহামেডানই। তবে ৮৭তম মিনিটে সমতায় ফেরে বসুন্ধরা। দারুণ এক গোল দিয়ে খেলা জমিয়ে তোলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগুয়েল দামাসেনো। যোগ করা সময়েও খেলাটি ১-১ গোলে অমীমাংসিত থাকলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে এগিয়ে যায় বসুন্ধরার বদলি ফুটবলার জাহিদ। কর্নার থেকে আসা বল হাতে আটকাতে পারেননি মোহামেডানের গোলকিপার। ছোট ফাঁকা দিয়ে বল জাল জড়াতে কোনো ভুল করেননি একসময় এই মোহামেডানেই খেলা জাহিদ। তবে গোলের পর মাঠ থেকে উঠে যায় মোহামেডানের খেলোয়াড়রা। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। তবে এরপর আবার মাঠে নামে সাদা-কালোরা। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি।