প্রিমিয়ার লিগের মৌসুমসেরা কোচ গার্দিওলা
কয়েকদিন আগেই টানা চতুর্থবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতে ম্যানচেস্টার সিটি। দলের এমন পারফরম্যান্সে কোচ গার্দিওলার ভূমিকার জন্য প্রিমিয়ার লিগে ২০২৩-২৪ মৌসুমের সেরা কোচ নির্বাচিত হয়েছেন তিনি।
সেরা কোচ হওয়ার দৌড়ে গার্দিওলা পেছনে ফেলেছেন আর্সেনালের মিকেল আরতেতা, অ্যাস্টন ভিার উনাই এমেরি, বোর্নসমাউথসের আনডোনি ইরাওলা এবং লিভারপুলের কোচ জার্গেন ক্লপকে।
ইংলিশ ফুটবলের ইতিহাসে এই প্রথম টানা চারবার শিরোপা জিতল কোনো দল। ২০১৬ সালে গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হলো সিটি। গার্দিওলার চেয়ে বেশি শিরোপা জিতেছেন কেবল স্যার অ্যালেক্স ফার্গুসন (১১)।
সিটিতে আসার পর এখনো পর্যন্ত ১৭টি বড় শিরোপা জিতলেন গার্দিওলা। আর ১৫ বছরের কোচিং ক্যারিয়ারে এটি গার্দিওলার ৩৮তম শিরোপা। সিটিতে সবমিলিয়ে ৮ মৌসুম ডাগআউটে দাঁড়িয়ে পঞ্চমবারের মতো সেরা ম্যানেজারের পুরস্কার জিতলেন গার্দিওলা। এর আগে ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০২০-২১ ও ২০২২-২৩ মৌসুমে পুরস্কারটি জেতেন স্প্যানিশ এই কোচ।
এবারের মৌসুমে শিরোপা জেতার পথে সর্বশেষ ৯ ম্যাচেই জিতেছে সিটি। এছাড়া সর্বশেষ ২৩ ম্যাচে ছিল অপরাজিত। ৯১ পয়েন্ট নিশ্চিত করে শিরোপা উঁচিয়ে ধরে সিটি। গার্দিওলার অধীনে এই নিয়ে চারবার ৯০ পয়েন্টের বেশি পেল ম্যানসিটি। প্রিমিয়ার লিগ নামকরণ হওয়ার পর আর কোনো কোচেরই এই রেকর্ড নেই।
সিটির হয়ে প্রিমিয়ার লিগে ৩০৪ ম্যাচের মধ্যে ২২৫ ম্যাচেই জিতেছেন গার্দিওলা। পুরস্কার গ্রহণ করে গার্দিওলা বলেছেন, ‘মৌসুমের সেরা ম্যানেজার হিসেবে আমাকে নির্বাচিত করা আমার জন্য সম্মানের। এই পুরস্কার ক্লাবের সকল বিভাগের সবার কঠোর পরিশ্রম ও দক্ষতার প্রতিচ্ছবি। আমি এই খেলোয়াড়দের কোচ হতে পেরে এবং মেধাবী সব কোচ ও অন্যান্যদের সঙ্গে কাজ করতে পেরে প্রত্যেকদিনই গর্ব অনুভব করি।’