মাথাপিছু আয় ৩ লাখ টাকা ছাড়িয়েছে
চলতি অর্থবছরের সাময়িক হিসাবে দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৮৪ মার্কিন ডলার বা ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা। এর আগের অর্থবছরে (২০২২-২৩) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৪৯ মার্কিন ডলার বা ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা। অর্থাৎ গত অর্থবছরের চেয়ে মাথাপিছু আয় বেড়েছে ৩২ হাজার ৭৮৪ টাকা।
প্রতি ডলার ১০৯ টাকা ৯৭ পয়সা দরে মাথাপিছু এই আয়ের হিসাব করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। গত সোমবার বিবিএসের ওয়েবসাইটে চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি), প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয় নিয়ে সাময়িক এই হিসাব প্রকাশ করা হয়।
এ ছাড়া চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৮২ শতাংশ হবে এবং গত অর্থবছরে ৫ দশমিক ৩৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলেও জানিয়েছে বিবিএস।
আরও পড়ুন:
আকতার পারভেজ সর্বোচ্চ ভোটে সিএসই পরিচালক
বিবিএসের সাময়িক হিসাবে, বড় তিন খাতের মধ্যে কৃষি ও শিল্প খাতে জিডিপির প্রবৃদ্ধি কমলেও বেড়েছে সেবা খাতে। বিবিএস বলছে, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে কৃষি খাতের প্রবৃদ্ধির হার শূন্য দশমিক ১৬ শতাংশ কমেছে। চলতি অর্থবছরে প্রধান ও অপ্রধান ফসলের সাময়িক হিসাব ব্যবহার করা হয়েছে। কৃষি খাতে চলতি অর্থবছরের সাময়িক হিসাবে ৩ দশমিক ২১ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। গত অর্থবছরের চূড়ান্ত হিসাব ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ। শিল্প খাতেও কমেছে প্রবৃদ্ধি। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধির হার ১ দশমিক ৭১ শতাংশ কমেছে। সাময়িক হিসাব অনুযায়ী চলতি অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধি ৬ দশমিক ৬৬ শতাংশ প্রাক্কলন করা হয়েছে। গত অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী শিল্প খাতে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৮ দশমিক ৩৭ শতাংশ। এ ছাড়া চলতি অর্থবছরে সেবা খাতের প্রবৃদ্ধি ৫ দশমিক ৮০ শতাংশ প্রাক্কলন করা হয়। গত অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী সেবা খাতের জিডিপির প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ। গেল অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের সেবা খাতের প্রবৃদ্ধির হার শূন্য দশমিক ৪৩ শতাংশ বেড়েছে।
এদিকে চলতি অর্থবছরের সাময়িক হিসাব অনুযায়ী, জিডিপির সঙ্গে বিনিয়োগ, দেশজ সঞ্চয় ও জাতীয় সঞ্চয়ের অবস্থাও তুলে ধরেছে বিবিএস। প্রতিষ্ঠানটি বলছে, গত অর্থবছরের তুলনায় বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ, দেশজ সঞ্চয় বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৮৫ শতাংশ এবং জাতীয় সঞ্চয় বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৯১ শতাংশ।
আরও পড়ুন:
বৃহত্তম হিমশৈল