রোনালদো ও মদ্রিচের নেতৃত্বে পর্তুগাল-ক্রোয়েশিয়ার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২৪, ২০:১১
শেয়ার :
রোনালদো ও মদ্রিচের নেতৃত্বে পর্তুগাল-ক্রোয়েশিয়ার দল ঘোষণা

দরজায় কড়া নাড়ছে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। জার্মানির মাটিতে আগামী ১৪ জুন শুরু হবে ২৪ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট। এ উপলক্ষে এবার দল ঘোষণা করেছে শক্তিশালী পর্তুগাল ও ক্রোয়েশিয়া। 

আজ মঙ্গলবার পর্তুগালের ঘোষিত ২৬ সদস্যের দলে নেতৃত্বে যথারীতি থাকছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ফুটবলে ইউরোপের পাঠ চুকিয়ে তিনি খেলছেন এখন সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে। তবে তাতে খেলার ধার একটুও কমেনি সিআরসেভেনের। তাইতো তার ওপরই ভরসা রেখেছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। 

পর্তুগালের স্কোয়াডে যথারীতি নিয়মিত মুখদেরই জায়গা হয়েছে। বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য ম্যাথিয়াস নুনেস ও রোমার মিডফিল্ডার রেনাতো সানচেস। ইনজুরির কারণে নেই বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার রাফায়েল গুরেইরো। 

এদিকে, ক্রোয়েশিয়ার নেতৃত্বেও যথারীতি আছেন অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ। এই দলেও খুব একটা চমক নেই। মদ্রিচ ছাড়াও ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার জস্কো গাভার্দিওল, মিডফিল্ডার মাত্তেও কোভাচিচ, আল নাসরের মিডফিল্ডার মার্সেলো ব্রজোভিচদের নিয়ে বেশ শক্তিশালী ক্রোয়েশিয়া। 

ইউরোতে পর্তুগালের স্কোয়াড

গোলরক্ষক: রুই প্যাত্রিসিও, দিয়েগো কস্তা, হোসে

ডিফেন্ডার: পেপে, রুবেন দিয়াস, জোয়াও কান্সেলো, দিয়েগো দালত, দানিলো পেরেরা, নেলসন সেমেডো, আন্টোনিও সিলভা, নুনো মেন্ডেস, গনসালো ইনাসিও

মিডফিল্ডার: ব্রুনো ফের্নান্দেস, জোয়াও নেভেস, রুবেন নেভেস, জোয়াও পালিনহা, ভিতিনিয়া, ওতাভিও

ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো (অধিনায়ক), বের্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, গনসালো রামোস, দিয়েগো জোতা, ফ্রান্সিসকো কন্সিয়াকাও, পেদ্রো নেতো

ইউরোতে ক্রোয়েশিয়ার স্কোয়াড

গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ, নেদিলজকো লাব্রোভিচ, ইভিকা ইভুসিচ

ডিফেন্ডার: জস্কো গাভার্দিওল, বোর্না সোসা, ডোমাগোজ ভিদা, জোসিপ জুরানোভিচ, জোসিপ স্ট্যানিসিচ, জোসিপ সুতালো, মার্টিন এরলিচ, মারিন পোংরাচিচ

মিডফিল্ডার: লুকা মদ্রিচ (অধিনায়ক), মাত্তেও কোভাচিচ, মার্সেলো ব্রজোভিচ, লুকা ইভানুসেচ, লুকা সুসিচ, মার্টিন বাতুরিনা, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লভ্রো মায়ের

ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রেজ ক্রামারিচ, আনতে বুদিমির, মার্কো পাসালিচ, ব্রুনো পেতকোভিচ, মার্কো পাকা