শ্রীলংকার লিগে দল পেলেন তাসকিন, তামিমসহ অবিক্রিত যারা

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২৪, ১৮:১৭
শেয়ার :
শ্রীলংকার লিগে দল পেলেন তাসকিন, তামিমসহ অবিক্রিত যারা

শ্রীলংকার প্রিমিয়ায় লিগ এলপিএলে সুযোগ পেয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। আজ মঙ্গলবার এলপিএলের পঞ্চম আসরের ড্রাফটে তাসকিনকে কিনে নেয় কলম্বো স্ট্রাইকার্স। 

তাসকিন বিক্রি হয়েছেন ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে। নিলামে এই পেসারের নাম উঠলে আগ্রহ দেখায় কলম্বো। পরে আর কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখানোয় তাকে দলে ভেড়ায় কলম্বো। 

এদিকে, নিলামে নাম থাকলেও অবিক্রিত রয়ে গেছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটার। এছাড়া লিটন দাস ও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রতিও আগ্রহ দেখায়নি কোনো দল। গত মৌসুমে জাফনা কিংসের হয়ে আলো ছড়ালেও অবিক্রিত রয়ে গেছেন ব্যাটার তাওহিদ হৃদয়। ডাক পাননি গত আসরে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলা শরিফুল ইসলামেরও। 

আসন্ন এলপিএলে তাসকিন ছাড়াও দল নিশ্চিত হয়েছে মোস্তাফিজুর রহমানের। গতকাল ড্রাফটের আগেই আইপিএলে আলো ছড়ানো এই বাঁহাতি পেসারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ডাম্বুলা থান্ডার্স। 

আগামী আগামী ১ থেকে ২১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে লংকান প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসরের। গত মৌসুমে গল টাইটানসের হয়ে খেলেছেন সাকিব। তবে মেজর লিগ ক্রিকেটে চুক্তিবদ্ধ হওয়ায় এই এলপিএলের এবারের আসরে আর নাম লেখাননি তিনি।