অবসরের ঘোষণা দিলেন ‘প্রফেসর’ ক্রুস
চ্যাম্পিয়নস লিগের শিরোপা হাতে টনি ক্রুস। ছবি: সংগৃহীত
ডিফেন্স-চেরা পাস, ইস্পাতকঠিন মানসিকতা, খেলায় নিয়ন্ত্রণ আর বুদ্ধিদীপ্ততার কারণে সমর্থকদের কাছে ‘প্রফেসর’ উপাধি পেয়েছেন রিয়াল মাদ্রিদ ও জার্মানির তারকা টনি ক্রস। তবে ফুটবল মাঠে আর বেশিদিন দেখা যাবে না ক্রুসের নান্দনিকতা। আসছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর জাতীয় দল কিংবা ক্লাব কোনোটার হয়েই আর মাঠে নামবেন না তিনি।
আজ মঙ্গলবার ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দেন মাত্র ৩৪ বছরের ক্রুস। যদিও আন্তর্জাতিক ফুটবলে এর আগেও একবার অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে দলের প্রয়োজনে গত ফেব্রুয়ারিতে আবারও দলে ফেরেন এই মিডিফিল্ডার।
আগামী মাসের ১৪ জুন থেকে জার্মানির মাটিতে বসছে ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসর। হুলিয়ান নাগেলসমানের জার্মানির অন্যতম বড় ভরসা ক্রুস। ঘরের মাঠকেই বিদায়ের আদর্শ ক্ষণ হিসেবে বেছে নিয়েছেন ২০১৪ সালের বিশ্বকাপজয়ী এই তারকা।
জার্মানিকে বিশ্বকাপ জেতানোর পথে ক্রুসের ভূমিকা ছিল অনবদ্য। ওই বছরই রিয়াল মাদ্রিদে যোগ দেন এই তারকা। বিগত ১০ বছরে সান্তিয়াগো বার্নাব্যুতে মাঝমাঠের অন্যতম বড় ভরসা ছিলেন এই তারকা। লুকা মদ্রিচের সঙ্গে জুটি গড়ে মাদ্রিদের মাঝমাঠকে গড়ে তোলেন পৃথিবীর সেরা হিসেবে। চলতি মৌসুমেও ছিলেন দারুণ ফর্মে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে তার ডিফেন্সচেরা পাস এখনো চোখে লেগে আছে ফুটবল দর্শকদের।
চলতি মৌসুমেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় ক্রুসের। ক্লাবের সিদ্ধান্তের আগেই তিনি জানিয়ে দিলেন আর ফুটবল মাঠেই নামছেন না তিনি। বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা এখনো বাকি ক্রুসের।