সিটি ছাড়ার ইঙ্গিত দিলেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২৪, ১৫:৪৮
শেয়ার :
সিটি ছাড়ার ইঙ্গিত দিলেন গার্দিওলা

পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটি ছুটছে লাগামহীন ঘোড়ার মতো। গতকাল রবিবার ওয়েস্ট হামকে ৩-১ গোলে হারিয়ে সিটি জিতল টানা চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা। তবে সাফল্যের পর সাফল্য ধরা দিলেও সিটিতে আর বেশি দিন যে থাকছেন না, সেই ইঙ্গিত দিয়ে রাখলেন গার্দিওলা। 

২০১৬ সালে বায়ার্ন মিউনিখের দায়িত্ব ছেড়ে ম্যানচেস্টার সিটিতে ভেড়েন গার্দিওলা। তার অধীনে খেলা আট মৌসুমে ছয়বারই লিগ চ্যাম্পিয়ন হয় সিটি। তবে ক্লান্ত হয়ে পড়েছেন এই স্পেনীয় কোচ। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জুন পর্যন্ত সিটির সঙ্গে চুক্তি আছে গার্দিওলার। তবে সেটি শেষ হওয়ার পর চুক্তি নবায়ন না করার ইঙ্গিত দিয়েছেন তিনি। 

গার্দিওলা বলেন, ‘বাস্তবতা হচ্ছে, আমি থেকে যাওয়ার চেয়ে চলে যাওয়ার বেশি কাছাকাছি। ক্লাবের সঙ্গে আলোচনা হয়েছে। এখন আমি থাকছি। আগামী মৌসুমে থাকব, এর মধ্যেই কথা বলব। তবে আট-নয় বছরের পরও থেকে যাওয়া... কী হয় দেখা যাক।’

২০২৩-২৪ মৌসুমে প্রিমিয়ার লিগের সব ম্যাচ শেষ। তবে আগামী শনিবার গুরুত্বপূর্ণ একটি ম্যাচ খেলতে যাচ্ছে গার্দিওলার সিটি। এফএ কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে দলটি। সেটি জিতলে সিটির হয়ে গার্দিওলার শিরোপা সংখ্যা পৌঁছোবে ১৬-তে। তবে এত শিরোপা জিতলেও নিজেকে ক্লান্ত হিসেবে উল্লেখ করলেন গার্দিওলা। নতুন মৌসুমের আগে তার ‘মোটিভেশন’ দরকার বলেও জানিয়েছেন তিনি।