টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন হল্যান্ড
গত মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েই গোল্ডেন বুট জিতেছিলেন আর্লিং হল্যান্ড। পুরস্কারটি হাতে তোলার পথে ৩৬ গোল করেছিলেন তিনি। এবার গত মৌসুমের চেয়ে কম (২৭) গোল করলেও গোল্ডেন বুট উঠল হল্যান্ডের হাতেই।
হল্যান্ড পেছনে ফেলেছেন চেলসির তরুণ তারকা কোলে পালমারকে। ২০২৩-২৪ মৌসুমে পালমারের গোলসংখ্যা ২২টি।
পুরস্কার নিশ্চিত করতে পেরে হল্যান্ড বলেছেন, ‘আবারও গোল্ডেন বুট জেতা আমার জন্য বিশেষ কিছু। অনবদ্য এই দল ও সতীর্থদের সাহায্য করতে পেরে আমি অনেক গর্বিত। এই পুরস্কার পেতে আমাকে সাহায্য করার জন্য সকল সতীর্থ, কোচ ও কর্মকর্তা যারা অনেক পরিশ্রম করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সমর্থকদেরও যারা আমাকে এত সমর্থন করেছেন এবং আমি সবসময় আপনাদের সঙ্গে গোল উদযাপন উপভোগ করি।’
হল্যান্ডই ম্যানচেস্টার সিটির একমাত্র ফুটবলার যিনি দুইবার গোল্ডেন বুট জিতলেন। এর আগে ২০১০-১১ মৌসুমে দিমিতার বেরবাতোভের সঙ্গে পুরস্কারটি ভাগ করেছিলেন সিটির কার্লোস তেভেজ। আর ২০১৪-১৫ মৌসুমে ২৬ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন সার্জিও আগুয়েরো।
প্রথম দুই মৌসুমেই টানা দুই প্রিমিয়ার লিগসহ ছয়টি বড় শিরোপা জিতেছেন হল্যান্ড। এখনো পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় ৯৬ ম্যাচে ৯০ গোল করেছেন হল্যঅন্ড। এই মৌসুমে এখনো পর্যন্ত ৩৮ গোল করেছেন তিনি। আগামী শনিবার এফএ কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে সিটি। সেই ম্যাচে গোল আরও বাড়ানোর সুযোগ থাকবে হল্যান্ডের সামনে।
প্রিমিয়ার লিগে ৬০ গোল পাওয়া দ্রুততম খেলোয়াড় হল্যান্ড। মাত্র ৬৩ ম্যাচে এই রেকর্ড গড়েছেন তিনি। এরই মধ্যে প্রিমিয়ার লিগে ৬টি হ্যাটট্রিক হয়ে গেছে তার। প্রতিযোগিতার ইতিহাসে মাত্র সাতজন খেলোয়াড়ের এর চেয়ে বেশি হ্যাটট্রিক আছে। গত মৌসুমে তার করা ৩৬ গোল প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ।