অবসরের সিদ্ধান্ত নিয়ে চেন্নাইকে যা বলেছেন ধোনি

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২৪, ১৪:০৩
শেয়ার :
অবসরের সিদ্ধান্ত নিয়ে চেন্নাইকে যা বলেছেন ধোনি

গ্রুপপর্বে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস। ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকদের কাছে বিদায়ের এই কষ্ট ছাড়া আরও একটি কষ্ট আছে। সেটি হচ্ছে- বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচই হতে পারে আইপিএলে ধোনির শেষ উপস্থিতি। যদিও সম্প্রতি চেন্নাইয়ের এক কর্তকর্তা জানিয়েছেন, অবসরের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি ধোনি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ধোনি নাকি অবসরের ব্যাপারে কথা বলেছেন। সেই প্রতিবেদনে বলা আছে, ‘ধোনি চেন্নাইয়ের কাউকে এখনো বলেননি যে তিনি অবসর নিচ্ছেন। তিনি ম্যানেজমেন্টকে বলেছেন যে তিনি ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও কয়েকমাস অপেক্ষা করবেন। ‘‘রানিং বিটুয়িন দ্য উইকেটে’’ এখনো অস্বাচ্ছন্দ্যবোধ করছেন না তিনি এবং এটি একটি ইতিবাচক বিষয়।’

এবারের আইপিএলে একটি আলোচিত বিষয় ‘ইমপ্যাক্ট ক্রিকেটার’। এই নিয়মের ফলে একজন অতিরিক্ত বোলার বা ব্যাটার একাদশে খেলতে পারে। তবে এই নিয়ম বাতিল করার পক্ষে কথা বলছেন অনেকেই। এই নিয়ম বাতিল না হলে আগামীতেও ধোনির খেলা সহজ হবে। তবে নিয়ম উঠে গেলে ধোনির খেলা বেশ কঠিনই হবে। কারণ, ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম থাকলে ধোনির ওপর ব্যাটিংয়ের চাপ অনেকটাই কমে যায়।

চেন্নাই কর্মকর্তা বলেন, ‘ধোনির সঙ্গে যোগাযোগের জন্য অপেক্ষা করবো আমরা। তিনি সবসময় দলের সর্বোত্তম স্বার্থ মাথায় রাখেন। দেখা যাক কী হয়।’ বেঙ্গালুরুর বিপক্ষে হারার পর নিজের এলাকা রাঁচিতে চলে গেছেন ধোনি। চেন্নাইয়ের ক্যাম্প ছেড়ে চলে যাওয়া প্রথম খেলোয়াড়ও তিনি। 

বেঙ্গালুরুর বিপক্ষে হারে ধোনির সেই ১১০ মিটারের ছক্কার দায় আছে বলে দিনেশ কার্তিকের মতো মনে করেন এই চেন্নাই কর্মকর্তাও। তিনি বলেন, ‘বলটি হারিয়ে যায় এবং অন্য একটি আনা হয়। দয়াল শুকনো বল পায় এবং তখন আক্রমণ করা কঠিন হয়ে যায়।’