ধোনির ১১০ মিটারের ছক্কা যেভাবে বেঙ্গালুরুকে ‘ম্যাচ জিতিয়েছে’

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০২৪, ১৬:৩০
শেয়ার :
ধোনির ১১০ মিটারের ছক্কা যেভাবে বেঙ্গালুরুকে ‘ম্যাচ জিতিয়েছে’

২০১১ সালের বিশ্বকাপ ফাইনালসহ ক্রিকেট জীবনে দলকে বহু ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। গতকাল শনিবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচেও ধোনির জন্য মঞ্চ প্রস্তুত ছিল। তবে এ যাত্রায় ব্যর্থ হয়েছেন চেন্নাই উইকেটকিপার। 

প্লে-অফে পৌঁছাতে চেন্নাইকে গতকাল শেষ ওভারে ১৭ রান করতে হতো। স্ট্রাইক প্রান্তে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। শেষ ওভারে যশ দেয়ালের করা প্রথম বলেই বিশাল ছক্কা মারেন ‘মিস্টার ফিনিশার’। ১১০ মিটারের বিশাল সেই ছক্কাটি লেগ সাইডের ওপর দিয়ে চলে যায় মাঠের বাইরে। শেষ ৫ ওভারে মাত্র ১১ রান দরকার ছিল। তখন সেটি দেখে খুব সহজই মনে হয়েছে। পরের বলে আবারও ছক্কা হাঁকাতে গেলে বাউন্ডারে লাইনে ধরা পড়েন ধোনি। শেষমেশ আর ম্যাচই জেতেনি চেন্নাই। 

ম্যাচশেষে বেঙ্গালুরুর উইকেটকিপার দিনেশ কার্তিক জানিয়েছেন, বিপরীত দলের ধোনির সেই বিশাল ছক্কা কীভাবে ম্যাচ জিততে সাহায্য করেছে বেঙ্গালুরুকে। ধোনির হাঁকানো ছক্কায় বল মাঠের বাইরে চলে যাওয়ায় বাকি ৫ বলের জন্য নতুন বল আনতে হয়েছে আম্পায়ারকে। সেই নতুন বলই বেঙ্গালুরুকে ম্যাচ জিততে সহায়তা করেছে বলে মনে করেন কার্তিক। 

---কার্তিকের ব্যাখ্যায় কোহলির প্রতিক্রিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরসিবির একটি ভিডিওতে কার্তিককে বলতে শোনা যায়, ‘চিন্নাসামীর (স্টেডিয়াম) বাইরে পাঠানো ধোনির ১১০ মিটারের ছক্কা ছিল ম্যাচের সেরা ঘটনা। সেই কারণে আমাদের নতুন বল দেওয়া হয়েছে, যেটা আমাদের (ম্যাচ জিততে) সাহায্য করেছে।’

কার্তিকের মন্তব্যে কোহলির প্রতিক্রিয়ায়ও বোঝা গেছে, নতুন বল কীরকম পার্থক্য তৈরি করেছে। গতকালের ম্যাচে শিশিরের কারণে পুরনো বলটি ভিজে গিয়েছিল। তাই বলে কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন দেয়াল। তবে নতুন বলে আবারও নিয়ন্ত্রণ ফিরে পান তিনি। ধোনিকে দ্বিতীয় বলে আউট করার পর শেষ চার বলে মাত্র ১ রান দেন দয়াল।