সাকলাইনের ‘সর্বকালের সেরা’ একাদশে ৫ জনই পাকিস্তানের
কিছুদিন পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চার-ছক্কার এই টুর্নামেন্টের ডামাডোলের মাঝেই ওয়ানডে ক্রিকেট নিয়ে কথা বললেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক। জানালেন তার চোখে সর্বকালের সেরা ওয়ানডে একাদশে কারা আছেন। এর মধ্যে ৫ জনই নিজ দেশ পাকিস্তানের ক্রিকেটার।
পাকিস্তানি গণমাধ্যম ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, সাকলাইন তার বিশ্বসেরা একাদশে ওপেনার হিসেবে রেখেছেন পাকিস্তানের সাঈদ আনোয়ার ও ভারতের শচীন টেন্ডুলকারকে।
শচীন ও আনোয়ারকে রাখার ব্যাখ্যায় সাকলাইন বলেন, ‘প্রথমত, আমি সাঈদ আনোয়ারকে রাখব, তারপর শচীন টেন্ডুলকার। নিজেদের সময়ে তারা সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছে, তারা ওয়ানডে ক্রিকেটে পুরো বিশ্বকে শাসন করেছে। ১৯৪ রান করে ইতিহাস গড়েছে আনোয়ার, সে যে ধরনের ক্রিকেট খেলেছে সেটা এখন খেলা হয়। তারা দুজন তাদের সময়ের চেয়ে ৪০-৫০ বছর আগানো ছিল।’
ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে স্বাচ্ছন্দ্য ও গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ অবদান রাখতে পারদর্শী হওয়ায় তিনে সাকলাইন রেখেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ভিভ রিচার্ডসকে ছাড়া যেকোনো তালিকা অসম্পূর্ণ বলে মনে করেন সাকলাইন। তাকে চারে রেখে পাঁচ ও ছয় নম্বরে পাকিস্তানের সাবেক অধিনায়ক জহির আব্বাস ও সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত স্যার গ্যারফিল্ড সোবার্সকে রেখেছেন সাকলাইন।
তিনি বলেন, ‘ওয়ান ডাউনে আমি রিকি পন্টিংকে রাখছি। ফাস্ট বোলারদের সামনের পায়ে ভর রেখে সে পুল শট খেলতে পারে। সে প্রায় সব বড় ম্যাচেই রান করেছে। চারে আমি মনে করি স্যার ভিভ রিচার্ডসকে ছাড়া অসম্পূর্ণ দেখাবে। সে ছিল কিং। সেও নিজের সময়ের চেয়ে ৪০-৫০ বছর আগানো ছিল।...পাঁচে আমি রাখব জহির আব্বাসকে। একবার মনে হয় ভিভ রিচার্ডস বলেছিল, ‘‘যদি আমাকে আব্বাসের কব্জি (জোর) এনে দিতে পারো তাহলে আমি এত বেশি রান করব তা তোমরা চিন্তাও করতে পারবে না।’’ সে অনেকের ক্যারিয়ার শেষ করে দিয়েছিল (রান করে) এবং বিশেষ করে স্পিনারদের শাসন করা ছিল তার বৈশিষ্ট্য। ছয় নম্বরে আমি স্যার গ্যারফিল্ড সোবার্সকে রাখব।’
সাকলাইন সাত নম্বরে রেখেছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্টকে। সাতে পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খানকে। এই দলের অধিনায়ক হিসেবেও তাকে রেখেছেন সাকলাইন। বোলিংয়ে মুশতাকের প্রথম পছন্দ ‘সুলতান অব সুইং’ ওয়াসিম আকরাম। সব কন্ডিশনেই বল করতে সিদ্ধহস্ত ছিলেন ওয়াসিম। পরের দুই জায়গায় পাকিস্তানের আরেক পেসার ওয়াকার ইউনিস ও শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনকে রেখেছেন সাকলাইন।
সাকলাইন মুশতাকের সর্বকালের ওয়ানডে একাদশ
সাইদ আনোয়ার, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, ভিভ রিচার্ডস, জহির আব্বাস, গারফিল্ড সোবার্স, অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক), ইমরান খান (অধিনায়ক), ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস ও মুত্তিয়া মুরালিধরন