সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ফোডেন

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০২৪, ১৮:২৬
শেয়ার :
সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ফোডেন

২০২৩-২৪ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ফিল ফোডেন। এই মৌসুমে শিরোপা জয়ের খুব কাছে ম্যানচেস্টার সিটি। যেখানে প্রথম দল হিসেবে টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করার পথে সিটিজেনরা। পুরো আসরে দলটির সাফল্যে অনেক অবদান রেখেছেন এই মিডফিল্ডার।

ফোডেন এবারের লিগ মৌসুমে এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলে ২৫ গোলে সরাসরি অবদান রেখেছেন। নিজে গোল করেছেন ১৭টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৮টি। মাঠে ছিলেন ২৭৮০ মিনিট। শৃঙ্খলার দিক থেকেও ফোডেন প্রশংসার দাবিদার। মৌসুমে দেখেছেন মাত্র ২টি হলুদ কার্ড।

এর আগে এ নিয়ে চলতি মে মাসে দ্বিতীয়বার সেরার স্বীকৃতি পেলেন ফোডেন। মাসের শুরুতে ইংল্যান্ডের ফুটবল লেখক সমিতির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

প্রিমিয়ার লিগ মৌসুমের ২০২৩-২৪ সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ৮ জন। যেখানে ফোডেন পেছনে ফেলেছেন তার ম্যানচেস্টার সিটি সতীর্থ আর্লিং হলান্ড, নিউক্যাসলের আলেক্সান্দার ইসাক, আর্সেনালের মার্টিন ওডেগার্ড ও ডেকলান রাইস, চেলসির কোল পালমার, লিভারপুলের ভার্জিল ফন ডাইক ও অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিন্সকে।