ইউরো ২০২৪ /

নেদারল্যান্ডসের প্রাথমিক দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০২৪, ১৮:১৪
শেয়ার :
নেদারল্যান্ডসের প্রাথমিক দল ঘোষণা

ইউরো ২০২৪ এর জন্য ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস। জার্মানি, ফ্রান্সের পর তৃতীয় দল হিসেবে আসন্ন ইউরোর জন্য দল দিয়েছে ডাচরা। যেখানে চোটে আক্রান্ত ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও সাবেক অধিনায়ক জর্জিনিও ভাইনালডামকে রাখা হয়েছে এই স্কোয়াডে।

বার্সেলোনায় খেলা ডি ইয়ং প্রায় মাসখানেকের মতো ইনজুরির কারণে মাঠে নামনেনি। তবে জুনে অনুষ্ঠেয় আসরটিতে তার এই মিডফিল্ডারের নাম রাখা হয়েছে।

লিভারপুল, নিউক্যাসল ও পিএসজির সাবেক ফুটবলার ও সৌদি প্রো লিগের দল আল-ইত্তিফাকের বর্তমান তারকা ভাইনালডাম গত ৯ মাস ধরে জাতীয় দলের বাইরে রয়েছে। তবে এই মিডফিল্ডারকেও রাখা হয়েছে দলে।

লিভারপুলের ত্রয়ী ভার্জিল ফন ডাইক, রায়ান গ্রাভেনবার্গ ও কোডি হাকপো রয়েছে এই দলে। আছেন আতলেতিকো মাদ্রিদের মেম্ফিস ডিপাইও।

নেদারল্যান্ডসের ইউরো-২০২৪ প্রাথমিক স্কোয়াড

গোলকিপার: জাস্টিন বিজলো, নিক ওলিচ, মার্ক ফ্লেকেন ও বার্ট ভারব্রুগেন।

ডিফেন্ডার: নাথান আকে,ভার্জিল ভ্যান ডাইক, জেরেমি ফ্রিম্পং, ম্যাথায়াস ডি লিট, ইয়ান মাটসেন, স্টিফেন ডি ভ্রেই, ডেনজেল ডামফ্রিস, ডিলাই ব্লাইন্ড, লুটশ্যারেল গিরট্রুইডা ও মিকি ভ্যান ডি ভেন।

মিডফিল্ডার: রায়ান গ্রাভেনবার্গ, ফ্র্যাঙ্কি ডি ইয়ং, জাভি সিমন্স, মার্টেন ডি রন, জের্ডি শাউটেন, টিয়ানি রেইনডার্স, কুইন্টিন টিম্বার, জোয়ি ভারম্যান, জর্জিনিও ভাইনালডাম, টিউন ক্যুপমাইনার্স।

ফরোয়ার্ড: মেম্ফিস ডিপাই, স্টিভেন বার্গউইন, কোডি গাকপো, ওয়ট ওয়েগহর্স্ট, ব্রায়ান ব্রবি, ডনিয়েল মালেন।