বিশ্বকাপে ভুগবে পাকিস্তান, কারণ দেখালেন হাফিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আর খুব বেশিদিন বাকি নেই। আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) থেকে শুরু হচ্ছে চার-ছক্কার এই আসর। এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার পাকিস্তান। তবে দলটির সাবেক অধিনায়ক ও কিছুদিন আগে কোচ ও ডিরেক্টরের পদ থেকে সরে যাওয়া মোহাম্মদ হাফিজ মনে করেন, বিশ্বকাপে ভুগবে পাকিস্তান। খবর পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের।
গতকাল শুক্রবার স্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে হাফিজ বলেন, ‘দেখুন, পারফরম্যান্স যেমনই হোক একজন পাকিস্তানি হিসেবে আমার মন সবসময় পাকিস্তানের পক্ষেই থাকবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমার মনে হয় পাকিস্তান (বিশ্বকাপে) ভুগবে।’
হাফিজ এর কারণও ব্যাখ্যা করেছেন, ‘এর (পাকিস্তানের ভোগার) পেছনে একমাত্র কারণ হচ্ছে, কীভাবে খেলতে হবে তার সঠিক পন্থা তাদের (পাকিস্তানের ক্রিকেটারদের) জানা নেই এবং মানসিকভাবে তারা প্রস্তুত নয়। এছাড়াও নিয়ন্ত্রিত একটি দলের মতো তাদের (পাকিস্তানের ক্রিকেটারদের) ভূমিকা সম্পর্কে কিছু বলা হয়নি।’
তবে এতসব সত্ত্বেও পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দল হিসেবেই দেখছেন হাফিজ। সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি আবারও একই কথা বলব, যদি আমার চাওয়ার কথা বলতে হয় আমি সবার আগে পাকিস্তানকে বেছে নেব। যদি আমি কৌশল ও সঠিক ধরনের কথা বলি তাহলে ওয়েস্ট ইন্ডিজে ভারত ভালো পারফর্ম করতে পারে। এর পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডও ভালো পারফর্ম করতে পারে।’
ঘরের মাঠে দ্বিতীয় সারির দল নিয়ে সফরে আসা নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ ব্যবধানে ড্র করেছিল পাকিস্তান। সেই সিরিজও সন্তুষ্ট করতে পারেনি হাফিজকে।
সাবেক এই অলরাউন্ডার বলেছেন, ‘ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ পাকিস্তানের জন্য ভালো ফল নয়। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি এটা করতে পারেন না কারণ সেটি ছিল পাকিস্তানের পূর্ণশক্তির দল। দুর্ভাগ্যজনকভাবে, আমরা বা সমর্থকরা যে ফলাফল আশা করেছিল, সেটি হয়নি।’