লিভারপুলের কোচ হচ্ছেন, জানিয়ে দিলেন স্লট
লিভারপুলের সঙ্গে সাড়ে আট বছরের সম্পর্ক শেষ করে এই মৌসুম শেষেই বিদায় নিচ্ছেন জার্গেন ক্লপ। ইংলিশ এই ক্লাবটির নতুন কোচ হিসেবে আর্নে স্লটের কথা জানা গিয়েছিল আগেই। এবার স্লট নিজেই নিশ্চিত করলেন, আগামী মৌসুমে লিভারপুলকে কোচিং করাচ্ছেন তিনি।
লিভারপুলে ডাগআউটে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করে স্লট বলেছেন, ‘আমি নিশ্চিত করছি, আগামী মৌসুমে সেখানে (লিভারপুলে) কোচিং করাতে যাচ্ছি।’ স্লটের বর্তমান ক্লাব ফেইনুর্ড। এই ক্লাব থেকে স্লট যে চলে যাচ্ছেন সেটি নিশ্চিত করেছে ফেইনুর্ডও।
গত জানুয়ারিতে লিভারপুল জানায়, মৌসুম শেষে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্লপ। তারপর লিভারপুলের সম্ভাব্য কোচের ব্যাপারে নাম উঠেছিল জাবি আলোনসোর। তবে সম্ভাবনায় পানি ঢেলে বেয়ার লেভারকুসেনেই থাকার সিদ্ধান্ত নেন আলোনসো। শোনা গিয়েছিল স্পোর্টিং লিসবনের কোচ রুবেন আমোরিমের নামও। তবে শেষমেশ স্লটই নির্বাচিত হয়েছেন।
এদিকে, আগামী রবিবার লিভারপুলের কোচ হিসেবে শেষবারের মতো ডাগআউটে দেখা যাবে ক্লপকে। বিদায়ী ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে বিদায় নিয়ে অনেক কথাই বললেন ক্লপ।
লিভারপুলের দিনগুলো কখনো ভুলবেন না উল্লেখ করে ক্লপ বলেন, ‘জীবনের প্রায় এক দশক কাটিয়েছি এখানে (লিভারপুল)। নানাভাবেই প্রভাব রেখেছে এটি। এখানকার সবকিছুই ভালোবাসি আমি। স্মৃতিগুলো সঙ্গে নিয়ে যাব আমি। দারুণ সব স্মৃতি। এছাড়াও আমি বন্ধুত্ব ও সম্পর্কগুলোও সঙ্গে নিয়ে যাব। জীবনের একটি দশক দেওয়া খুব বড় ব্যপার। এই সময়ের একটি দিনও ভুলব না আমি।’