শিরোপা জয়ের দুইদিন পরই আলেগ্রিকে ছাঁটাই করল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০২৪, ০৮:৫৩
শেয়ার :
শিরোপা জয়ের দুইদিন পরই আলেগ্রিকে ছাঁটাই করল জুভেন্টাস

শিরোপা খরায় থাকা জুভেন্টাসকে দিন দুয়েক আগেই শিরোপার স্বাদ দিয়েছিলেন মাসিমিলিয়ানো আলেগ্রি। কোপা ইতালিয়ার ফাইনালে আতালান্তাকে হারিয়ে উদযাপনে মাতে জুভেন্টাস। তার পর দুইদিন যেতেই জুভেন্টাসের কোচের পদ থেকে বরখাস্ত করা হলো আলেগ্রিকে। 

বাজে আচরণের কারণে আলেগ্রিকে বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে জুভেন্টাস। ফাইনালের দিন ম্যাচ অফিসিয়ালকে বাজে কথা বলে শেষ দিকে লাল কার্ড দেখেছিলেন আলেগ্রি। পরে শিরোপা উদযাপনের সময় জুভেন্টাসের ক্রীড়া পরিচালক ক্রিস্টিয়ানো গিউনতোলিকেও অবজ্ঞা করেন তিনি। 

আলেগ্রিকে ছেড়ে দেওয়ার বিবৃতিতে জুভেন্টাস জানায়, ‘ছেলেদের মূল দলের কোচের পদ থেকে মাসিমিলিয়ানো আলেগ্রিকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিচ্ছে জুভেন্টাস। কোপা ইতালিয়ার ফাইনাল চলাকালে এবং ম্যাচ শেষে কিছু নির্দিষ্ট আচরণের কারণে তাকে ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্ত।’

জুভেন্টাসকে দুই মেয়াদে কোচিং করিয়েছেন আলেগ্রি। প্রথমবার ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন ৫৬ বছর বয়সী এই কোচ। সেবার প্রতি মৌসুমেই জুভেন্টাসকে ইতালিয়ান লিগ শিরোপা সিরি’আ জেতান তিনি। এছাড়া চারবার ইতালিয়ান কাপ জেতেন। দলকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলেন দুইবার। ২০১৮-১৯ মৌসুম শেষে ক্লাব ছাড়েন আলেগ্রি। দুই বছর পর ২০২১-২২ মৌসুমে আবারও জুভেন্টাসে ফেরেন তিনি। এই সময়ে আলেগ্রির একমাত্র সাফল্য এই কোপা ইতালিয়ার শিরোপাই।