পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ‘চূড়ান্ত’, কারা সেই ১৫ জন
২০ দলের অংশগ্রহণে আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) থেকে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট উপলক্ষে সব দেশ তাদের স্কোয়াড ঘোষণা করলেও বাকি আছে পাকিস্তান। তবে পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াডও চূড়ান্ত হয়ে আছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ সদস্যের দলের অধিনায়কত্ব যথারীতি বাবর আজমই করবেন। দলে পাঁচ ফাস্ট বোলারের সঙ্গে আছেন চার অলরাউন্ডার। এছাড়াও স্কোয়াডে তিন উইকেটকিপার, দুই বিশেষজ্ঞ ব্যাটার ও একজন স্পিনার রাখা হয়েছে।
ইনজুরি কাটিয়ে ওঠা হারিস রউফের জায়গা হচ্ছে এই স্কোয়াডে। রিজার্ভ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যাবেন হাসান আলি, সালমান আলি আগা ও ইরফান খান।
পাকিস্তানের সম্ভাব্য স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, আজম খান, ইমাদ ওয়াসিম, শাদাব খান, সাইম আইয়ুব, ইফতিখার আহমেদ, আবরার আহমেদ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, আব্বাস আফ্রিদি এবং হারিস রউফ।
রিজার্ভ: সালমান আলি আগা, হাসান আলি এবং ইরফান খান।
আগামী ২২ মে থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচের পরই আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নিয়ম অনুযায়ী আগামী ২৫ মে’র মধ্যে ঘোষণা করতে হবে ১৫ সদস্যের স্কোয়াড।
বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে খেলবে পাকিস্তান। এই গ্রুপে তাদের সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ছাড়াও আছে আয়ারল্যান্ড, কানাডা ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। আগামী ৬ জুন নিজেদের প্রথম ম্যাচে ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বেন বাবর আজমরা। আর ভারতের বিপক্ষে তীব্র আকাঙ্খিত ম্যাচে ৯ জুন নিউইয়র্কে নামবে পাকিস্তান।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র
গ্রুপ বি: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান
গ্রুপ সি: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি
গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল