নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের আয়োজক ব্রাজিল
২০১৪ সালে ফিফা পুরুষ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ছিল ব্রাজিলের। এবার লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে ২০২৭ নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল পুরুষদের বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি।
আয়োজক হওয়ার পথে তারা হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানির যৌথ উদ্যোগকে। যৌথভাবে এই তিনটি দেশ আয়োজক হওয়ার জন্য লড়ছিল। আজ শুক্রবার বেইজিংয়ে ফিফার ৭৪তম কংগ্রেসে ভোটের পর এই সিদ্ধান্ত আসে। এতে ভোট দেয় সদস্য দেশগুলো। ব্রাজিল মোট ১১৯ ভোট পায়। অন্যদিকে নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানি পায় ৭৮ ভোট।
২০২৭ সালের ফিফা নারী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র আর মেক্সিকোও। তবে গত এপ্রিলে এবারের আয়োজনের জন্য নিজেদের প্রত্যাহার করে নেয় তারা। ২০৩১ বিশ্বকাপের জন্য এখন লড়তে চায় তারা। দক্ষিণ আফ্রিকাও প্রথমদিকে আয়োজন করার দাবি জানিয়েছিল। তবে গত বছরের নভেম্বরে তাদের দাবি প্রত্যাহার করে নেয় তারা। এরপরই লড়াইটা হয়ে যায় দ্বিপাক্ষিক।
ব্রাজিলকে নারী বিশ্বকাপের আয়োজক হিসেবে দেখতে পেরে খুশি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও। তিনি বলেন, ‘অভিনন্দন ব্রাজিল। সর্বকালের সেরা বিশ্বকাপ হবে ব্রাজিলে। বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানিকেও ধন্যবাদ, তারাও দারুণ ছিল।’
নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং জার্মানি (বিএনজি) বিশ্বকাপ আয়োজনে ফিফার কঠোরমানদণ্ড পূরণ করলেও ব্রাজিল বেশ কিছু ক্ষেত্রে এগিয়ে ছিল। ফিফার মূল্যায়ন অনুযায়ী, স্টেডিয়াম অবকাঠামো, আবাসন সুবিধা, ফ্যান জোন এবং পরিবহন নেটওয়ার্কসহ প্রযুক্তিগত বিষয়গুলোতে এগিয়ে ছিল ব্রাজিল। এছাড়া ২০১৪ বিশ্বকাপ উপলক্ষে নির্মিত স্টেডিয়ামগুলোও ব্রাজিলকে সহায়তা করেছে।
২০১৪ সালের আগেও ১৯৫০ সালে একবার পুরুষদের বিশ্বকাপ আয়োজন করেছিল ব্রাজিল। আগামী ২০২৭ নারী বিশ্বকাপ আয়োজনে ফিফার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে দেশটি।
১৯৯১ সাল থেকে শুরু হয়েছে ফিফা নারী বিশ্বকাপ। সর্বশেষ গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটি। গতবার চ্যাম্পিয়ন হয় ইউরোপের দেশ স্পেন। নারী বিশ্বকাপে সবচেয়ে বেশি চারবার চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র। দুইবার শিরোপা জিতেছে জার্মানি। একবার করে এই কৃতিত্ব দেখিয়েছে নরওয়ে, জাপান ও স্পেন।