আইপিএল: প্লে-অফ নিশ্চিত ৩ দলের, চতুর্থ দল কারা

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৪, ১৩:৪১
শেয়ার :
আইপিএল: প্লে-অফ নিশ্চিত ৩ দলের, চতুর্থ দল কারা

আইপিএলে এবারের মৌসুমে সবার আগে প্লে-অফ নিশ্চিত হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। এরপর প্লে-অফে খেলা নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। গতকাল গুজরাট টাইটানস ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় প্লে-অফ নিশ্চিত হয়েছে হায়দরাবাদেরও। এখন দেখার বিষয়, চতুর্থ দল হিসেবে কারা খেলবে প্লে-অফে। সেই লড়াইয়ে আছে চেন্নাই সুপার কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে বর্তমানে আইপিএলের চতুর্থ স্থানে আছে চেন্নাই। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে বেঙ্গালুরু। আগামীকাল চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচেই তাই নির্ধারিত হচ্ছে কলকাতা, রাজস্থান ও হায়দরাবাদের সঙ্গী হচ্ছে কারা। 

চেন্নাই জয় পেলে প্লে-অফে তো যাবেই, ম্যাচ পরিত্যক্ত হলেও যাবে তারা। তবে চেন্নাইয়ের বিপক্ষে জয় পেতেই হবে বেঙ্গালুরুকে। শুধু জয় পেলেই হবে না, সেটি পেতে হবে বড় ব্যবধানে। কারণ চেন্নাইয়ের রান রেট ০.৫২৮ আর বেঙ্গালুরুর ০.৩৮৭। ধরা যাক, প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু যদি ২০০ রান করে তাহলে কমপক্ষে ১৮ রানের জয় পেতে হবে তাদের। অন্যদিকে চেন্নাই আগে ব্যাট করলে ১১ বল হাতে রেখেই জিততে হবে বেঙ্গালুরুকে। 

প্লে-অফের দৌড়ে চেন্নাই আর বেঙ্গালুরু থাকলেও শীর্ষ দুইয়ের লড়াইয়ে আছে বেশ জটিলতা। শীর্ষ থাকা আগেই নিশ্চিত হয়েছে কলকাতার। শীর্ষ দুইয়ে তাদের সঙ্গী হওয়ার সুযোগ আছে তিন দলের সামনে। বর্তমানে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট ও ০.২৭৩ নেট রান রেট নিয়ে দুইয়ে রাজস্থান। গ্রুপপর্বে শেষ ম্যাচে তারা লড়বে কলকাতার বিপক্ষে। সেই ম্যাচে জিততে পারলেই দুই নম্বরে থাকা নিশ্চিত হবে রাজস্থানের। হারলেও দুই নম্বরে থাকতে পারেন সাঞ্জু স্যামসনরা। তবে সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে হারতে হবে হায়দরাবাদকে। আর চেন্নাইয়ের ১ পয়েন্টের বেশি পাওয়া যাবে না। 

১৩ ম্যাচে ১৫ পয়েন্ট ও নেট রান রেট ০.৪০৬ নিয়ে তিনে আছে হায়দরাবাদ। গ্রুপপর্বের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে লড়বে তারা। শেষ ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ১৭। রাজস্থান জিতলে আর শীর্ষ দুইয়ে ওঠার সুযোগ নেই হায়দরাবাদের। তবে রাজস্থান হারলে আর হায়দরাবাদ জেতে তাহলে শীর্ষ দুইয়ে থাকবে হায়দরাবাদ। 

চেন্নাইয়ের সামনেও আছে শীর্ষ দুইয়ে ওঠার সুযোগ। সেক্ষেত্রে শেষ ম্যাচে তাদের জিততেই হবে। তবে সেক্ষেত্রে রাজস্থানকে হারতেই হবে আর হায়দরাবাদের এক পয়েন্টের বেশি পাওয়া যাবে না।