ফ্রান্স ও নেদারল্যান্ডসের ইউরোর দলে যারা
জার্মানির মাটিতে বসছে চলতি বছরের ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ। আগামী ১৪ জুন জার্মানি ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। এ উপলক্ষে এরই মধ্যে প্রাথমিক দল ঘোষণা করেছে স্বাগতিক জার্মানি। এবার দল ঘোষণা করল অপর দুই শক্তিশালী দেশ ফ্রান্স ও নেদারল্যান্ডস।
২৫ জনের দল ঘোষণা করেছে ফ্রান্স। তবে এবারের ইউরোতে ২৬ জনের স্কোয়াড দেওয়ার সুযোগ আছে। তাই আগামী ৭ জুনের মধ্যে একজন সদস্য বাড়াতে পারবেন দিদিয়ের দেশম। ফ্রান্সের ঘোষিত দলে প্রায় দুই বছর পর ফিরেছেন এনগালো কান্তে। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে খেলা এই মিডফিল্ডার ২০২২ সালে জুনের পর আর আন্তর্জাতিক ম্যাচে খেলেননি। চোটের কারণে ২০২২ বিশ্বকাপেও ছিলেন না।
ফ্রান্সের দলে ডাক পেয়েছেন মাত্র ১৮ বছরের ফরোয়ার্ড জেইর এমিরি। পিএসজিতে খেলেন এই তরুণ ফুটবলার। আগামী ১৭ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে ফ্রান্স। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ নেদারল্যন্ডস ও পোল্যান্ড।
এদিকে, নেদারল্যান্ডস তাদের প্রাথমিক দল ঘোষণা করেছে ৩০ জনকে নিয়ে। তার মানে, ৭ জুনের মধ্যে খেলোয়াড় কমাতে হবে ডাচদের। তবে ২৬ জনের স্কোয়াড আগামী ২৯ মে’র মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যান।
ফ্রান্সের ইউরো প্রাথমিক দল
গোলকিপার: মাইক মাইগনান, ব্রাইস সামবা ও আলফনসে আরেওলা।
ডিফেন্ডার: উইলিয়াম সালিবা, জুলস কুন্দে, জোনাথন ক্লাউস, ইব্রাহিমা কোনাতে, থিও এরনান্দেজ, ফারলান মেন্দি, দায়ত উপামেকানো ও বেঞ্জামিন পাভার্ড।
মিডফিল্ডার: এনগালো কান্তে, এদুয়ার্দো কামাভিঙ্গা, আদ্রিয়েন র্যাবিয়ট, জেইর এমিরি, ইউসুফ ফোফানা, আঁতোয়ান গ্রিজমান ও অরেলিয়েঁ চুয়ামেনি।
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে, ব্রাডলি বারকোলা, উসমান দেম্বেলে, কিংসলে কোমান, অলিভিয়ের জিরু, মার্কাস থুরাম ও রান্দাল কোলো মুয়ানি।
নেদারল্যান্ডসের ইউরো প্রাথমিক দল
গোলকিপার: মার্ক ফ্লেকেন, জাস্টিন বিলো, বার্ট ভারব্রাগেন ও নিক ওলি।
ডিফেন্ডার: ভার্জিল ফন ডাইক, ডেনজেল ডামফ্রাইস, নাথান আকে, ডালি ব্লিন্ড, জেরেমি ফ্রিমপং, মিকি ফন দি ফেন, স্টেফান দি ভিজলুটশারেল গার্টরুইডা, ম্যাথিস ডি লিট ও ইয়ান মাতসেন।
মিডফিল্ডার: ফ্রেঙ্কি ডি ইয়ং, জর্জিনিও ভাইনালডাম, রায়ান গ্রাভেনবার্খ, টিউন কুপমেইনার্স, টিয়ানি রেইনডার্স, মার্টেন ডি রুন, জার্ডি শাউটেন, জাভি সিমন্স, কুইন্টেন টিম্বার ও জোয়ে ভিরম্যান।
ফরোয়ার্ড: মেম্ফিস ডিপাই, কোডি গাকপো, স্টেভেন বার্গউইন, ব্রায়ান ব্রবি, ডনিয়েল ম্যালেন ও ভাউট ভেগহোর্স্ট।