বিশ্বকাপের আগে যে ২ দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৪, ১১:৩৯
শেয়ার :
বিশ্বকাপের আগে যে ২ দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টটির আগে ২৭ মে থেকে ১ জুনের মধ্যে বিশ্বকাপের মোট ১৭টি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুইটি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এই ম্যাচটি হবে ২৮ মে। টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় সাড়ে দশটা আর বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় সেই ম্যাচটি শুরু হবে। যদিও বিশ্বকাপের আগে ২১, ২৩ ও ২৫ মে তাদের বিপক্ষে ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেও গেছে টাইগাররা। 

বাংলাদেশের অপর ম্যাচটি প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে। বিশ্বকাপ শুরুর আগের দিন অর্থাৎ ১ জুন এই ম্যাচে লড়বে নাজমুল হোসেন শান্ত ও রোহিত শর্মার দল। এই ম্যাচের ভেন্যু এখনো ঠিক করা হয়নি। 

বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশ ছাড়াও দুইটি করে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া, কানাডা, নেপাল, নেদারল্যান্ডস, ওমান, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা। একটি করে ম্যাচ খেলবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও ভারত। দক্ষিণ আফ্রিকা নিজেদের মধ্যে ভাগ হয়েই খেলবে। কোনো ম্যাচ খেলবে না ইংল্যান্ড, পাকিস্তান ও নিউজিল্যান্ড। 

২৭ মে টেক্সাসে লড়বে কানাডা ও নেপাল। একই দিনে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা একাডেমিতে ওমানের বিপক্ষে পাপুয়া নিউগিনি এবং নামিবিয়ার বিপক্ষে লড়বে উগান্ডা। পরদিন ফ্লোরিডায় শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর কুইন্স পার্ক ওভালে মুখোমখি হবে অস্ট্রেলিয়া-নামিবিয়া। 

২৯ মে ফ্লোরিডায় দক্ষিণ আফ্রিকার আন্তস্কোয়াড খেলবে। একইদিন কুইন্স পার্ক ওভালে লড়বে আফগানিস্তান ও ওমান। তার পরের দিন রয়েছে বেশ কয়েকটি ম্যাচ। মুখোমুখি হবে নেপাল-যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড-উগান্ডা, নেদারল্যান্ডস-কানাডা, নামিবিয়া-পাপুয়া নিউগিনি এবং ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। ৩১ মে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে শ্রীলংকা আর স্কটল্যান্ড খেলবে আফগানিস্তানের বিপক্ষে।