ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ওআইসির প্রতি জামায়াতের আহ্বান
ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে জাতিসংঘ, ওআইসিসহ শান্তিকামী গণতান্ত্রিক বিশ্ব ও মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কর্মপরিষদ সভার সিদ্ধান্ত জানাতে গিয়ে আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় দলটি।
রাফায় দখলদার ইসরাইলের বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গৃহিত প্রস্তাবে বলা হয়েছে, দীর্ঘ ৭৫ বছর যাবত ইসরাইলিরা ফিলিস্তিনে বর্বর গণহত্যা চালিয়ে ফিলিস্তিনে জাতিগত নিধনযজ্ঞ চালাচ্ছে। এটা বন্ধ করতে হবে।
আরও পড়ুন:
‘হামাসকে ধ্বংস করা যাবে না’
প্রস্তাবে আরও বলা হয়েছে, গত বছর ৭ অক্টোবরের পর থেকে ৩৫ হাজার বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা এবং ৮০ হাজার মানুষকে আহত করা হয়েছে যার ৭০ শতাংশই নারী ও শিশু। জাতিসংঘের কর্মী, বিদেশি সাংবাদিক, মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবকদেরকেও হত্যা করা হচ্ছে। লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছে। গাজায় ৭টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। ইসরাইলি বাহিনীর বর্বর হামলা এবং ফিলিস্তিনি মুসলিম জাতিগত নিধনযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার