প্রিয় দল ও ক্রিকেটারদের নাম জানালেন বোল্ট

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৪, ২১:৪৬
শেয়ার :
প্রিয় দল ও ক্রিকেটারদের নাম জানালেন বোল্ট

সর্বকালের সেরা অ্যাথলেট হিসেবে একবাক্যে সবাই মেনে নেবেন জ্যামাইকান উসাইন বোল্টকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক হিসেবে থাকছে মার্কিন যুক্তরাষ্ট্র ও বোল্টের দেশসহ কয়েকটি দেশ নিয়ে গঠিত ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান অঞ্চলে বিশ্বকাপ, তাই বোল্টকে শুভেচ্ছাদূত করেছে আইসিসি। 

ব্যাটিং দানব ক্রিস গেইলের দেশের বোল্ট আগে থেকেই নিয়মিত ক্রিকেটের খোঁজখবর রাখতেন। আজ নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটের নানা মহারথীদের সঙ্গে গিয়েছিলেন বোল্টও। পরে ক্রিকেট নিয়ে নিজের পছন্দের কথাও জানিয়েছেন বহুবার স্বর্ণজয়ী এই অ্যাথলেট। 

পিটিআইকে বোল্ট বলেন, ‘বছরের পর বছর ধরে আমার প্রিয় একজন ছিলেন ওয়াসিম আকরাম, তার দুর্দান্ত ইন-সুইং ইয়র্কারের কারণে। অবশ্যই আমি কোর্টনি ওয়ালশ ও কার্টলি অ্যামব্রোসদের প্রশংসা করি, তারা তাদের জায়গায় মারাত্মক প্রভাবশালী ছিলেন।’

বিশ্বকাপে কোনো দেশকে সমর্থন করার প্রসঙ্গে বোল্ট বলেন, ‘আমার বাবার মতো আমিও সবসময় ওয়েস্ট ইন্ডিজকে সমর্থন করি (হাসি)। তবে হ্যাঁ, আমি শচীন টেন্ডুলকারেরও ভক্ত। তিনি আর ব্রায়ান লারা আমার বেড়ে ওঠা জীবনের অংশ ছিলেন। দারুণ প্রতিদ্বন্দ্বিতা ছিল তাদের মধ্যে।’ কোহলিকেও দারুণ ক্রিকেটার বলে স্বীকার করেছেন বোল্ট। 

নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে আজ বোল্ট ছাড়াও হাজির হয়েছিলেন যুক্তরাষ্ট্র দলের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ও ক্রিকেটার কোরি অ্যান্ডারসন, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোস, পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক ও ইংল্যান্ডের সাবেক পেসার লিয়াম প্লাঙ্কেট। 

ক্রিকেটের বাইরের তারকারাও হাজির হয়েছিলেন নাসাউ স্টেডিয়ামে। এর মধ্যে আছেন- বাস্কেটবল তারকা জন স্টার্কস (নিউ ইয়র্ক নিক্স), নারী বাস্কেটবলের এলেনা ডেলে ডনে (ইউএসএ), বেসবলের বার্টোলো কোলন (নিউ ইয়র্ক ইয়াঙ্কিস-মেটস), ন্যাশনাল ফুটবল লিগের ভিক্টর ক্রুজ (নিউ ইয়র্ক জায়ান্টস) ও ফেন্সিং তারকা ইবতিহাজ মুহাম্মদ (মার্কিন যুক্তরাষ্ট্র)।