ইউরোতে জার্মানির প্রাথমিক দলে ফিরলেন ক্রুস, বাদ হুমেলস

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৪, ১৮:২৮
শেয়ার :
ইউরোতে জার্মানির প্রাথমিক দলে ফিরলেন ক্রুস, বাদ হুমেলস

জার্মানির মাটিতে বসছে চলতি বছরের ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ। আগামী ১৪ জুন জার্মানি ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। এ উপলক্ষে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে স্বাগতিক জার্মানি। যদিও টুর্নামেন্ট শুরুর আগে এই দল ২৬ সদস্যে নিয়ে আসতে হবে জার্মানির কোচ হুলিয়ান নাগেলসম্যানকে।

জার্মানির ঘোষিত এই দলে জায়গা হয়েছে অবসর ভেঙে জাতীয় দলে ফেরা টনি ক্রুসের। ইউরোতে সর্বশেষ ২০২০ সালে খেলেছিলেন ‘প্রফেসর’ খ্যাত রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। উল্লেখযোগ্যদের মধ্যে বাদ পড়েছেন বুরুশিয়া ডর্টমুন্ডে খেলা ম্যাট হুমেলস। ক্লাবকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুললেও নাগেলসম্যানের কম্বিনেশনে তার জায়গা হয়নি। 

জার্মানির দলে বায়ার্ন মিউনিখের ৬ ফুটবলার সুযোগ পেয়েছেন। ডাক পেয়েছেন বায়ার্নের তরুণ ফুটবলার আলেকজান্ডার পাভলোভিচ। বায়ার্নের অন্য খেলোয়াড়রা হলেন- জামাল মুসিয়ালা, ম্যানুয়েল নয়্যার, থমাস মুলার, লেরয় সানে ও জশুয়া কিমিখ। জায়গা হয়নি বায়ার্নে খেলা মিডফিল্ডার লিওন গোয়েরেৎজকার। 

পাভলোভিচ ছাড়া এখনো জাতীয় দলে না খেলাদের মধ্যে সুযোগ হয়েছে ম্যাক্সিমিলিয়ান বেইয়ারের। জায়গা হয়নি হুমেলসের ক্লাব সতীর্থ এমরি কান ও কারিম আদেইমির। স্কটল্যান্ড ছাড়াও জার্মানির গ্রুপসঙ্গী হাঙ্গেরি ও সুইজারল্যান্ড। 

ইউরোতে জার্মানির প্রাথমিক স্কোয়াড

গোলরক্ষক: অলিভার বাউম্যান (হফেনহেইম), ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ), আলেকজান্ডার নুবেল (বায়ার্ন মিউনিখ থেকে লোনে স্টুটগার্ট), মার্ক-আন্দ্রে টের স্টেগেন (বার্সেলোনা)

ডিফেন্ডার: ওয়াল্ডেমার অ্যান্টন (স্টুটগার্ট), বেঞ্জামিন হেনরিকস (আরবি লাইপজিগ), জশুয়া কিমিখ (বায়ার্ন মিউনিখ), রবিন কোচ (এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট), ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টাড (স্টুটগার্ট), ডেভিড রাউম (আরবি লাইপজিগ), আন্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), নিকো স্লোটারবেক (বরুশিয়া ডর্টমুন্ড), জোনাথন তাহ (বেয়ার লেভারকুসেন)

মিডফিল্ডার: রবার্ট অ্যান্ড্রিচ (বেয়ার লেভারকুসেন), ক্রিস ফুহরিচ (স্টুটগার্ট), প্যাসকেল গ্রস (ব্রাইটন), ইলকাই গুনদোয়ান (বার্সেলোনা), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ), আলেকসান্ডার পাভলোভিচ (বায়ার্ন মিউনিখ), লেরয় সানে (বায়ার্ন মিউনিখ), ফ্লোরিয়ান উইর্টজ (বেয়ার লেভারকুসেন)

ফরোয়ার্ড: ম্যাক্সিমিলিয়ান বেয়ার (হফেনহেইম), নিকলাস ফুলক্রুগ (বরুশিয়া ডর্টমুন্ড), কাই হাভার্টজ (আর্সেনাল), থমাস মুলার (বায়ার্ন মিউনিখ), ডেনিজ উন্দাজ (স্টুটগার্ট, ব্রাইটন থেকে লোনে)