কোপা ইতালিয়ার চ্যাম্পিয়ন জুভেন্টাস
টানা ১০ বছর ইতালিয়ান ঘরোয়া ফুটবলে রাজত্ব করেছে জুভেন্টাস। সেই দলটারই হঠাৎ ছন্দপতন। শিরোপা জিততে পারছিল না তুরিনের বুড়িরা। তিন বছর পর অবশেষে শিরোপার স্বাদ পেল সাদা-কালো শিবির।
বুধবার রাতে কোপা ইতালিয়ার ফাইনালে আটালান্টার বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে জুভেন্টাস। অলিম্পিকো স্টেডিয়ামে চার মিনিটে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেছেন দুসান ভ্লাহোভিচ। গোলটির উৎস আন্দ্রে ক্যাম্বিয়াসো।
প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে সফল দল জুভেন্টাস। ১৫ বারের চ্যাম্পিয়ন তারা। তিন বছর আগে এই আটালান্টাকে হারিয়েই শেষবার কোনো ট্রফির স্বাদ পেয়েছিল দলটি। এবারের হারে আটালান্টার দুঃখ থেকেই গেল।
টানা পাঁচটি ফাইনাল হারল আটালান্টা। এই টুর্নামেন্টে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল তারা। সেটিও ১৯৬৬ সালে। আটালান্টা ছাড়া আরও চারটি দল একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। ইন্টার মিলান ও এএস রোমা সমান নয়বার করে ট্রফি জিতেছে।
লাৎসিওর ঘরে আছে সাতটি ট্রফি। একটি কম ফিওরেন্টিনা ও নাপোলির। এসি মিলান ও তুরিনো পাঁচবার করে শিরোপার স্বাদ পেয়েছে। এ ছাড়া পার্মা তিনটি ও বোলোনা দুটি ট্রফি জিতেছে।