বাংলাদেশ দলের জন্য সাইফউদ্দিন-মিরাজ-মুশফিকদের বার্তা

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৪, ২১:৩৫
শেয়ার :
বাংলাদেশ দলের জন্য সাইফউদ্দিন-মিরাজ-মুশফিকদের বার্তা

আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের আয়োজনে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে আগামী ৮ জুন, শ্রীলংকার বিপক্ষে। তবে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিশ্বকাপ শুরুর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তাইতো আজ রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে স্কোয়াডে থাকা সদস্যরা। বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিমের মতো ক্রিকেটাররা। 

বিশ্বকাপে বাংলাদেশের ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে শেষ মুহূর্তে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেললেও তানজিম হাসান সাকিবকে জায়গা দিতে বাদ পড়তে হয়েছে তাকে। তবে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানাতে ভোলেননি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে সাইফউদ্দিন লিখেছেন, ‘শুভকামনা বাংলাদেশ দলের জন্য।’

আরেকদিকে, দলের নানা হিসাব-নিকাশ বিবেচনা করে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় ছিলেন না মেহেদী হাসান মিরাজ। একসময় নিয়মিত তিন সংস্করণে খেললেও এবার অনেক আগেই তাকে বিশ্বকাপ পরিকল্পনা থেকে বাদ দেওয়া হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়ে এই অলরাউন্ডার লেখেন, ‘দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক ও শুভাকাঙ্খী হিসেবে সবসময় আমিও এই দলেরই একজন...টি২০ বিশ্বকাপের এই পথচলায় সবার প্রতি শুভকামনা।’

এদিকে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের পর ২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানান মুশফিকুর রহিম। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়ে ‘মি. ডিপেন্ডেবল’ লেখেন, ‘ফি আমানিল্লাহ... ইনশাআল্লাহ আমরা আসন্ন বিশ্বকাপে ভালো করবো...আমার সব ভাইদের জন্য শুভকামনা।’