‘পাকিস্তান বিশ্বের সেরা দল হিসেবে প্রমাণিত হয়েছে’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডের মাটিতে দেশটির বিপক্ষে সিরিজ খেলেছে পাকিস্তান। প্রথম ম্যাচে হেরে গেলেও পরের দুই ম্যাচে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছেন বাবর আজমরা। এই সিরিজ জয়ে পাকিস্তান বিশ্বের সেরা দল হিসেবে প্রমাণিত হয়েছে বলে মনে করেন দলটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তান দলকে প্রশংসায় ভাসিয়েছেন নকভি। পিসিবি প্রধান বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতায় পাকিস্তান ক্রিকেট দলকে অভিনন্দন। দলবদ্ধতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে তোমরা নিজেদের বিশ্বের সেরা দল হিসেবে প্রমাণ করেছো। ইংল্যান্ড সিরিজ ও বিশ্বকাপে তোমাদের জন্য শুভকামনা।’
আয়ারল্যান্ড সফরে ক্রিকেটারদের পাশাপাশি গিয়েছিলেন নকভিও। আজ বুধবার পাকিস্তানে ফিরেছেন তিনি। আয়ারল্যান্ডে থাকতে দেশটির ক্রিকেট প্রধানের সঙ্গে আলোচনা করেছেন নকভি। সেখানে আয়ারল্যান্ডের পাকিস্তান সফরের ব্যাপারে সমঝোতা হয়েছে। পাকিস্তানের মাটিতে তিনটি ওয়ানডে ও সমানসংখ্যক টি-টোয়েন্টি খেলার ব্যাপারে রাজি হয়েছে আয়ারল্যান্ড।
সিরিজে প্রথম ম্যাচেই আইরিশদের বিপক্ষে ৭ উইকেটে ধরাশয়ী হয় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের জয় নিয়ে সিরিজে সমতা আনে বাবর আজমের দল। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে পাকিস্তান জয় পায় ৫ উইকেটে।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর পাকিস্তানের দিতে হবে ইংল্যান্ড পরীক্ষা। ইংলিশদের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। আগামী ২২ মে শুরু হবে এই সিরিজ। এরপরই বিশ্বকাপ খেলার উদ্দেশে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিবে তারা। বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে খেলবে দলটি। এই গ্রুপের অন্য দলগুলো হলো- ভারত, আয়ারল্যান্ড, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র।